মৃত করোনা থেকে সেরে ওঠা ৮৫ বছরের বৃদ্ধ
তাঁকে করোনা থেকে সারিয়ে তোলার পর চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদও জানিয়েছিলেন ওই বৃদ্ধ।
করোনা তাঁর হয়েছিল। চিকিৎসাও হয়। তারপর করোনা থেকে সুস্থও হয়ে ওঠেন তিনি। তিনি যে সুস্থ হয়ে উঠেছিলেন তা নিশ্চিত। কারণ তাঁকে ৩ বার করোনা পরীক্ষা করে দেখা হয়। ৩ বারই তাঁর রিপোর্ট নেগেটিভ আসে। এরপর চিকিৎসকেরা নিশ্চিত হন যে ওই ব্যক্তি করোনা মুক্ত।
কিন্তু করোনা মুক্ত হলেও তাঁর নানা ধরনের শারীরিক সমস্যা ছিল। পরে তাঁর মৃত্যু হয় মূত্রাশয় জনিত সমস্যায়। কেরালার স্বাস্থ্যমন্ত্রী কেকে শৈলজা জানান, ওই ব্যক্তি করোনা থেকে সেরে ওঠার পর তাঁর মৃত্যু হয়েছে। তাই তাঁর মৃত্যু করোনায় হয়নি।
শৈলজা জানান, ওই ব্যক্তির বয়স ৮৫ বছর। তাঁর গত ৩০ বছর ধরে হৃদরোগ রয়েছে। সেইসঙ্গে রয়েছে সিওপিডি সমস্যা। রয়েছে কিডনির সমস্যাও। তারপরও তাঁকে করোনা থেকে সারিয়ে তোলার পর চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদও জানিয়েছিলেন ওই বৃদ্ধ। কিন্তু তারপর তাঁর মূত্রাশয়ের সমস্যা দেখা দেয়। অবশেষে তাঁর রেনাল ফেলিওর-এ মৃত্যু হয়।
স্বাভাবিক মৃত্যু হলে সরকারি যে গাইডলাইন রয়েছে সৎকারের সেই নিয়ম মেনেই তাঁর সৎকার হবে। এই মুহুর্তে কেরালায় করোনা সংক্রমণ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৩৮ জন।
গত ১ সপ্তাহে কেরালায় দৈনিক সংক্রমণ ২ অঙ্কে পৌঁছায়নি। তবে কেরালায় এই মুহুর্তে নজরদারিতে রয়েছেন ৭৮ হাজার মানুষ। কেরালাতেই দেশের প্রথম করোনা সংক্রমিতের খোঁজ মিলেছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা