সরকার চাইলে বিনামূল্যে ম্যাজিক দেখাতে তৈরি বিশ্বখ্যাত ম্যাজিশিয়ান
বিশ্বের বিভিন্ন প্রান্তে তিনি ম্যাজিক দেখিয়ে মানুষের মন জয় করেছেন। বিখ্যাত ম্যাজিশিয়ান এগিয়ে এলেন করোনার সঙ্গে লড়াইয়ে তাঁর দিক থেকে যেটুকু সম্ভব দিতে।
ম্যাজিকের জগতে যে পুরস্কারকে ম্যাজিকের অস্কার ধরা হয়, সেই মারলিন সম্মান অর্জন করেছেন তিনি। ম্যাজিকের দুনিয়ায় এই পুরস্কার পাওয়া মুখে কথা নয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে তিনি ম্যাজিক দেখিয়ে মানুষের মন জয় করেছেন। সেই বিখ্যাত ম্যাজিশিয়ান সামরাজ এবার এগিয়ে এলেন করোনার সঙ্গে লড়াইয়ে তাঁর দিক থেকে যেটুকু সম্ভব সেই লড়াইটা দিতে।
কেরালার এই ম্যাজিশিয়ান চাইছেন করোনা বিধ্বস্ত মানুষের ভেঙে পড়া মনকে চাঙ্গা করে তুলতে। অনেকেই এই সময় অবসাদে ভুগছেন। তাঁদের সেই অবসাদ থেকে বার করে আনতে ম্যাজিক দেখাতে চান তিনি।
সামরাজ সংবাদ সংস্থা আইএএনএস-কে জানিয়েছেন, তিনি আপাতত লকডাউনে বাড়িতেই বসে আছেন। করার কিছু নেই। তিনি চাইছেন এই সময় কেরালার বহু মানুষ যে মানসিক অবসাদে ভুগছেন তাঁদের সেই অবসাদ থেকে বাইরে বার করে আনতে। আর সেজন্য নিজের ম্যাজিক দেখানোর ক্ষমতাকে কাজে লাগাতে চাইছেন তিনি।
সামরাজ খোলাখুলি জানিয়েছেন সরকার যদি চায় তাহলে তিনি বিনামূল্যে ম্যাজিক দেখাতে তৈরি। যা দিয়ে মানসিক অবসাদে বিধ্বস্ত মানুষগুলোকে কিছুটা চাঙ্গা করে তোলা সম্ভব হবে।
সামরাজ পেশায় ছিলেন একজন ইঞ্জিনিয়ার। কিন্তু একসময় ইঞ্জিনিয়ারের চাকরি ছেড়ে তিনি পুরোসময়ের জন্য পেশাদার ম্যাজিশিয়ানের জীবন বেছে নেন। তারপর দেশে বিদেশে বহু জায়গায় তিনি তাঁর প্রতিভার স্বাক্ষর রেখেছেন। জিতে নিয়েছেন ম্যাজিকের অস্কার হিসাবে পরিচিত মারলিন সম্মান। এবার তিনি তাঁর মত করে এগিয়ে আসতে চাইলেন মানুষের পাশে দাঁড়াতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা