National

মুম্বইতে ৩০ জন সাংবাদিকের দেহে করোনা সংক্রমণ

রাস্তায় বার হতে হচ্ছে সাংবাদিকদের। কাজ করতে হচ্ছে করোনার ঝুঁকি নিয়ে। এমনই সাংবাদিকদের দেহে করোনা বাসা বেঁধেছে কিনা তা জানতে তাঁদের পরীক্ষা করা হয়েছিল।

দেশের মধ্যে করোনা ছড়িয়ে পড়ার নিরিখে সবচেয়ে এগিয়ে আছে মহারাষ্ট্র। মুম্বইয়ের পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। যদিও এর মধ্যেই চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ ও অন্য কিছু অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহের সঙ্গে যুক্ত মানুষের সঙ্গে রাস্তায় বার হতে হচ্ছে সাংবাদিকদের। কাজ করতে হচ্ছে করোনার ঝুঁকি নিয়ে। এমনই সাংবাদিকদের দেহে করোনা বাসা বেঁধেছে কিনা তা জানতে তাঁদের পরীক্ষা করা হয়েছিল। আর সেখানেই ধরা পড়ে সাংবাদিকদের দেহে করোনা পজিটিভের চিত্রটা ঠিক কেমন।

টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-এর প্রেসিডেন্ট বিনোদ জগদলে সংবাদ সংস্থা আইএএনএস-কে জানিয়েছেন পুরো রিপোর্ট না এলেও এখনও পর্যন্ত ৩০ জন টিভি সাংবাদিক করোনার শিকার হয়েছেন। এই সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করছেন তিনি। বিএমসির তরফে এক আধিকারিক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, যে যে সাংবাদিকের দেহে করোনা পাওয়া গিয়েছে তাঁদের অধিকাংশেরই কোনও উপসর্গ নেই। তাঁদের বাড়িতেই কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


এখনও অবশ্য সাংবাদিকদের ঠিক কতজন আক্রান্ত তা পরিস্কার নয়। কারণ সকলের পরীক্ষার ফল এখনও হাতে আসেনি। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে নিজে বিএমসিকে নির্দেশ দিয়েছিলেন সাংবাদিকদের যেন বিশেষ ক্যাম্প করে পরীক্ষার বন্দোবস্ত করা হয়। সেইমত তাঁদের পরীক্ষা হয়। তারপরই এই চিত্রটা সামনে আসে। এখনও মোট ১৭১ জন টিভি সাংবাদিক ও ক্যামেরাম্যানের করোনা পরীক্ষা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button