দেশে করোনায় একদিনে মৃত ৪৭
দেশে করোনায় মৃতের সংখ্যা ছশো পার করল, মঙ্গলবার মৃত্যু হয়েছে ৪৭ জনের
দেশে মঙ্গলবার বিকেল পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪৭ জনের। ফলে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬০৩ জন। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল একথা জানান। সেইসঙ্গে তিনি জানান শেষ ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৩৬ জন বেড়েছে। বর্তমানে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৯৮৫ জন।
মঙ্গলবার ৭০৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। করোনা সংক্রমণের পর থেকে দেশে এই প্রথম একদিনে এতজন করোনামুক্ত হয়ে বাড়ি ফিরলেন। লব আগরওয়াল জানান, দেশে সুস্থ হয়ে ফেরার শতাংশের হিসাব ১৭.৪৮ শতাংশ। এদিকে দেশ জুড়ে ৬১টি এমন জেলা চিহ্নিত হয়েছে যেখানে গত ১৪ দিনে নতুন করে কেউ করোনা সংক্রমিত হননি।
বিশ্বজুড়েও করোনা সংক্রমণ বেড়েই চলেছে। বেড়ে চলেছে মৃতের সংখ্যা। বিশ্বে মৃতের সংখ্যা ১ লক্ষ ৭২ হাজার ছুঁই ছুঁই করছে। আক্রান্ত ২৫ লক্ষ পার করেছে। এদিন বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ২৫ লক্ষ ৫ হাজার পার করেছে। সুস্থ হয়ে উঠেছেন ৬ লক্ষ ৫৯ হাজার মানুষ। এক আমেরিকাতেই করোনায় মৃতের সংখ্যা সাড়ে ৪২ হাজার পার করেছে। আক্রান্ত ৭ লক্ষ ৯৪ হাজার। আমেরিকা ছাড়াও করোনায় শোচনীয় পরিস্থিতির শিকার ইতালি, স্পেন, ফ্রান্সের মত দেশগুলি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা