পুলিশের ছেলেকে গুলি করে হত্যা
এক পুলিশকর্মীর ছেলেকে গুলি করে হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। পুলিশ স্টেশনে যাওয়ার জন্য পথে ছিলেন, তখন আচমকাই তাঁর পথ আটকায় কয়েকজন।
গত বুধবার বিকেল। লকডাউনের মধ্যেই বাবা যে পুলিশ স্টেশনে কর্মরত সেখানে যাচ্ছিলেন তাঁর ছেলে। মংরু যাদব নামে ওই যুবকের বয়স ৩০ বছর। তিনি যখন পুলিশ স্টেশনে যাওয়ার জন্য পথে ছিলেন তখন আচমকাই তাঁর পথ আটকায় কয়েকজন। তারপর মংরুকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে তারা। গুলিতে ঝাঁঝরা হয়ে যায় মংরুর দেহ।
রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন মংরু। রক্তাক্ত অবস্থায় তাঁকে ফেলে সেখান থেকে চম্পট দেয় হত্যাকারীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় মংরু যাদবের। কারা তাঁর ওপর গুলি চালাল? কেন গুলি চালাল? কিছুই পুলিশের কাছে পরিস্কার নয়। মংরুর সঙ্গে দুষ্কৃতিদের কোনও পুরনো শত্রুতা ছিল কিনা তাও খুঁজে দেখা হচ্ছে। কারা এ কাণ্ড ঘটাল তারও খোঁজ শুরু হয়েছে।
মংরু যাদবের বাবা লখন যাদব সুইয়া পুলিশ স্টেশনে কর্মরত। বিহারের বাঁকা জেলার এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাবার ওপর প্রতিশোধ নিতেই ছেলেকে হত্যা কিনা সে দিকটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ প্রথমে কারা এই ঘটনা ঘটাল তাঁদের চিহ্নিত করে গ্রেফতার করতে সচেষ্ট হয়েছে। যে ভুসানা সেতুর ধারে ঘটনাটি ঘটে তার চারপাশে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা