National

ভারতে করোনায় মৃত বেড়ে ৭২৩

ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। শুক্রবার ৭০০-র গণ্ডি পার করেছে এই সংখ্যা। আক্রান্তের সংখ্যা পার করেছে ২৩ হাজারের অঙ্ক।

লকডাউনের একমাস পার করেও দেশে করোনায় মৃত্যু কিন্তু থামছে না। তবে সুস্থ হয়ে ওঠার হার ক্রমশ বাড়ছে। শুক্রবার বিকেল পর্যন্ত দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭২৩ জন। একদিনে আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ৬৮৪ জন। যার হাত ধরে দেশে আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়াল ২৩ হাজার ৪৫২-তে। এঁদের মধ্যে একদিনে সুস্থ হয়ে ফিরেছেন ৪৯১ জন। মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৮১৩ জনে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, এরমধ্যেও আশার আলো সুস্থ হয়ে ওঠার হার। যা ২০ শতাংশ পার করেছে। গত ২৮ দিনে দেশের ১৫টি জেলায় কোনও করোনা রোগী পাওয়া যায়নি বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল।


লব আগরওয়াল এও জানান, ৮০টি জেলায় ১৪ দিনে কোনও করোনা রোগী পাওয়া যায়নি। এছাড়া এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন ভারত স্টেজ ৩-এ যাওয়া রোধ করতে সক্ষম হয়েছে। ফলে গোষ্ঠী সংক্রমণ হয়নি। অনেক দেশের তুলনায় ভারত করোনা মোকাবিলায় অনেক ভাল অবস্থায় আছে।

বিশ্বজুড়ে এখনও পর্যন্ত মৃত্যু মিছিল অব্যাহত। এখনও পর্যন্ত ১ লক্ষ ৯৩ হাজার ৭৭৯ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত ২৭ লক্ষ ৬৬ হাজার পার করেছে। সুস্থ হয়ে উঠেছেন ৭ লক্ষ ৬৪ হাজারের ওপর মানুষ। আমেরিকার পরিস্থিতি এখনও শোচনীয়। সেখানে মৃত্যু মিছিল রোখা যাচ্ছেনা। মৃত্যুর অঙ্কে শুক্রবার ৫০ হাজার পার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আক্রান্ত প্রায় ৯ লক্ষের কাছাকাছি। ইতালিতে মৃতের সংখ্যা ২৫ হাজার পার করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button