করোনা সচেতনতায় হত্যাকারীর ক্যানভাস কারাগারের দেওয়াল
করোনা নিয়ে নানাভাবে মানুষকে সচেতন করার কাজ চালাচ্ছে সরকার। সেই লড়াইয়ে সামিল অনেক সংগঠন থেকে সাধারণ মানুষ। সেই তালিকায় যুক্ত হল এক হত্যাকারী শিল্পীর নাম।
পণের দাবিতে স্ত্রীকে হত্যা করেছিল। বিচারে দোষী সাব্যস্ত হয়। ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। তারপর থেকে কারাগারে সাজা কাটছে ৪১ বছরের অনুপম ত্রিপাঠী। কিন্তু তার অপরাধ তার মনের মধ্যে লুকিয়ে থাকা শিল্পীটাকে মরতে দেয়নি। বরং শিল্পী মন ক্যানভাস হিসাবে বেছে নিয়েছে কারাগারের দেওয়ালকে। সেখানেই প্রথমে একটি পেনসিল দিয়ে সে এঁকে ফেলেছিল শিবের একটি ছবি। সেই ছবি তাক লাগিয়ে দেয় কারা রক্ষকদের। অনুপমের শিল্প চেতনা মুগ্ধ করে তাঁদের। অনুপমকে সাহায্য করতে এগিয়ে আসেন তাঁরা।
উত্তরপ্রদেশের পিলিভিটের জেলা সংশোধনাগারের সুপার অনুপ সিং জানিয়েছেন, অনুপমের আঁকার ক্ষমতা দেখে তাঁরা তাকে ইউটিউবে আঁকার নানা পদ্ধতি দেখাতে থাকেন। তাতে সে আঁকার আরও নানা দিক সম্বন্ধে জানতে পারে। যা তার আঁকাকে আরও খোলতাই করতে থাকে। সে যাতে এভাবে এঁকে যেতে পারে সেজন্য আঁকার সরঞ্জাম জেল কর্তৃপক্ষই ব্যবস্থা করে দিচ্ছেন। বর্তমান পরিস্থিতিতে অনুপম এবার তার তুলি তুলে নিয়েছে করোনা সচেতনতা প্রসারের জন্য।
জেলবন্দিদের মধ্যে করোনা সম্বন্ধে সচেতনতা বৃদ্ধি ও তাদের কী করণীয়, কি করবে না তা আঁকার মধ্যে দিয়ে তুলে ধরছে অনুপম। এখন তার সেই বার্তাই ফুটে উঠছে কারাগারের দেওয়াল জুড়ে। শুধু আঁকাই নয়, কবিতাও লিখতে পারে অনুপম। করোনা মহামারি সম্বন্ধে জেলে বন্দিদের সচেতন করতে অনুপম একটি কবিতাও লিখেছে। সব মিলিয়ে অনুপমের এই অনুপম কীর্তি জেল কর্তৃপক্ষ থেকে জেলের বন্দিদের মুগ্ধ করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা