অটোতে মিলল অটোচালকের গলায় ফাঁস দেওয়া দেহ
এক অটোচালকের দেহ মিলল তাঁরই অটোর মধ্যে থেকে। অটোর সিলিং থেকে কাপড়ে ঝোলা মত অবস্থায় ছিল দেহটি।
অটো ছোট গাড়ি। তাতে এতটা জায়গা থাকে না যে একজন তাতে ঝুলে পড়তে পারেন। কিন্তু সেটাই করেছেন ওই অটোর-র চালক। পুলিশ জানাচ্ছে অটোর সিলিংয়ে যে রড থাকে সেই রডের সঙ্গে জড়ানো কাপড়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন দয়াশঙ্কর সোনি নামে ওই অটোচালক। দয়াশঙ্করের বয়স ৪৭ বছর। এমন অবাক করা আত্মহত্যায় পুলিশও বিচলিত। তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
মুম্বই শহরটা এখন খাঁ খাঁ করছে। বাণিজ্যনগরীতে করোনা প্রবলভাবে থাবা বসিয়েছে। এই পরিস্থিতিতে শনিবার সকালে মালাড ইস্ট-এ একটি অটোকে দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশ। অটোতে উঁকি দিতেই দেখা যায় তার মধ্যে বসে আছেন এক ব্যক্তি। তাঁর গলায় ফাঁস জড়ানো। দেহ নিথর। কেন ওই ব্যক্তি আত্মহত্যা করলেন তা জানার চেষ্টা করছে পুলিশ। তাছাড়া অটোতে এভাবে আত্মহত্যা যে সহজ কথা নয় সেটা ভাবাচ্ছে পুলিশকে।
মৃতের স্ত্রী অবশ্য পুলিশকে জানিয়েছেন, দয়াশঙ্কর মদ্যপানে অভ্যস্ত। তাঁর কোমর ও হাঁটুতে বেশ কিছুদিন ধরেই একটা যন্ত্রণা হচ্ছিল। যা তাঁকে কষ্ট দিচ্ছিল। এই যন্ত্রণার জন্য মানসিক অবসাদও পেয়ে বসেছিল তাঁকে। ওই মহিলা এও জানিয়েছেন, তিনি কাউকে দয়াশঙ্করের মৃত্যুর জন্য বা আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার জন্য দায়ী করছেন না। পুলিশ অবশ্য গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্টের জন্যও অপেক্ষা করছেন তদন্তকারীরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা