বিষ পান করা ব্যক্তির মৃত্যু হল পথ দুর্ঘটনায়
আত্মহত্যার জন্য বিষ পান করেছিলেন এক ব্যক্তি। কিন্তু বিষ তাঁর প্রাণ কাড়ল না, কাড়ল দুর্ঘটনা।
একেই হয়তো বলে নিয়তি। আর মৃত্যু কীভাবে আসবে তা কারও হাতে নয়। নিজেকে শেষ করতে চাওয়া এক ব্যক্তির প্রাণ গেল বটে। তবে বিষ তাঁর প্রাণ কাড়তে পারল না। তাঁর প্রাণ কেড়ে নিল এক পথ দুর্ঘটনা। বিষ পান করার পর পরিবারের লোকজন তাঁকে বাঁচাতে অ্যাম্বুলেন্স ডাকেন। দ্রুত তাঁকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়। অ্যাম্বুলেন্সে চড়েন বটে। তবে হাসপাতাল পৌঁছনো তাঁর হয়নি।
পুলিশ জানাচ্ছে, অ্যাম্বুলেন্সটি প্রবল গতিতে ছুটে যাচ্ছিল। সেসময় উল্টোদিক থেকে ছুটে আসছিল একটি ট্রাক। ট্রাকটিকে পাশ কাটাতে গিয়ে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারায়। নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকে ধাক্কা মারে সেটি। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বিষ পান করা ব্যক্তির। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার কামারেড্ডি জেলার উগরাভাইয়ের কাছে।
পুলিশ জানাচ্ছে, ওই ব্যক্তি ইয়েল্লারেড্ডি গ্রামের বাসিন্দা। পারিবারিক কিছু সমস্যা ছিল। সেই সমস্যার কারণেই তিনি বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন বলে প্রাথমিক তদন্তের পর মনে করছে পুলিশ। যদিও তাঁর বিষ পানে মৃত্যু হয়নি। হয়েছে পথ দুর্ঘটনায়। কিন্তু কেন তিনি বিষ পান করলেন তা জানতে পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা