বাড়ি থেকে বার হলেই মাথায় ছাতা, সুপারহিট হল আইডিয়া
বাড়ি থেকে বার হলেই মাথায় ছাতা দিতে হবে। সে রোদ হোক বা বৃষ্টি, ছাতা আবশ্যিক। সাধারণ মানুষ এই আইডিয়া লুফে নিয়েছেন।
আইডিয়াটা মাথায় এসেছিল হঠাৎই। সেটাই তিনি প্রকাশ করেছিলেন একটি গ্রামের সভায়। খুব গুরুত্ব দিয়ে নয়। কিন্তু সেটাই যে মানুষ লুফে নেবেন সেটা তিনিও বুঝতে পারেননি। আইডিয়াটা মাথায় এসেছিল বিখ্যাত অর্থনীতিবিদ তথা কেরালার অর্থমন্ত্রী থমাস আইজ্যাকের। তা তিনি কেরালার থানিরমুকাম গ্রাম সভায় জানিয়েছিলেন। করোনা রুখতে সামাজিক দূরত্ব বজায় রাখতে এখন কেরালা জুড়েই প্রায় হুহু করে ছড়াচ্ছে এই আইডিয়া।
সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সকলে মাথায় ছাতা দিয়ে বার হলেই ভাল। তাতে ২টি মানুষের মাঝে সামাজিক দূরত্ব বজায় থাকবে। আর ২ জনের হাতেই ছাতা থাকলে কাছাকাছি আসা সম্ভব হবেনা। এটা বলার পরই তা গ্রামসভায় অনুমোদিত হয়। ওই গ্রামে ফতোয়া জারি হয় যে সকলকে বাড়ি থেকে বার হতে গেলে ছাতা নিয়েই বার হতে হবে। থানিরমুকাম গ্রামটি আইজ্যাকের বিধানসভার মধ্যে পড়ছে না। কিন্তু ওই গ্রামের জন্য কোনও পরামর্শ লাগলে তিনি তা দিয়ে থাকেন।
ইতিমধ্যেই এই ছাতা থিওরি দারুণভাবে ছড়িয়েছে। আইজ্যাক নিজেও মনে করছেন বাড়ি থেকে বার হওয়ার সময় একটা ছাতা মাথায় নিলে নিজের সুরক্ষা নিশ্চিত হয়। সামাজিক দূরত্বও বজায় থাকে। কেরালা জুড়েই হুহু করে ছড়াচ্ছে এই টোটকা। কোনও নির্দেশ না থাকলেও অনেকে স্বদিচ্ছায় ছাতা নিয়ে বার হচ্ছেন। মাথায় দিচ্ছেন। অর্থমন্ত্রীর আইডিয়া এখন ভাইরাল হয়ে গেছে। অনেকেই মনে করছেন এটা শুধু কেরালা বলেই নয়, সারা বিশ্বের ক্ষেত্রেই প্রযোজ্য হতে পারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা