প্রেমিকার সঙ্গে ঘর বাঁধতে স্ত্রীকে গুলি পুলিশকর্মীর
লকডাউনে পুলিশ যখন লকডাউন সফল করা সহ বিভিন্ন কাজে চরম ব্যস্ত তখন এক পুলিশকর্মীর গুলির শিকার হলেন তার স্ত্রী। তদন্তের পর পুলিশ জানাচ্ছে ওই পুলিশকর্মী তার প্রেমিকার সঙ্গে ঘর বাঁধতে মরিয়া হয়ে উঠেছিল।
অনেকদিন হল বিয়ে হয়েছে। ৩ সন্তান রয়েছে। একজনের বয়স ১০, অন্যজনের ৭ ও তৃতীয়জনের ৫ বছর। এমন সাজানো সংসারে অশান্তির কোলা মেঘ জমে যখন পেশায় পুলিশকর্মী যতীন্দ্র কুমার যাদব মথুরার বাসিন্দা এক মহিলার প্রেমে পড়ে। স্ত্রী ও ৩ কন্যাকে ত্যাগ করে ওই মহিলার সঙ্গে ঘর বাঁধার স্বপ্নও দেখতে শুরু করে যতীন্দ্র। এই নিয়ে তার স্ত্রী সরোজের সঙ্গে অশান্তিও চলছিল। এরমধ্যেই যতীন্দ্র স্ত্রীকে চাপ দিতে শুরু করে বাড়ি বেচে দেওয়ার জন্য। বাড়ি বেচে যে অর্থ পাওয়া যাবে সেই টাকা নিয়ে যতীন্দ্র প্রেমিকার সঙ্গে নতুন করে সংসার পাতার সিদ্ধান্ত নেয়।
উত্তরপ্রদেশের ফিরোজাবাদের শিকোহাবাদের আবাস বিকাশ কলোনিতে যে বাড়িতে যাদব পরিবারের বাস সেই বাড়িটি ছিল যতীন্দ্রর স্ত্রী সরোজের নামে। বাড়িটির বর্তমান মূল্য ৪০ থেকে ৪৫ লক্ষ টাকা। সেই বাড়িটি বেচে যে টাকা পাওয়া যাবে সেই টাকা দিয়ে যতীন্দ্র নতুন সংসার গড়ার স্বপ্ন দেখছিল। যা তার স্ত্রী কিছুতেই মেনে নেননি। এদিকে বাড়ি বেচার জন্য চাপ বাড়াতেই থাকে যতীন্দ্র। অবশেষে গত সোমবার অশান্তি চরমে ওঠে। যতীন্দ্র সেই সময় স্ত্রী সরোজকে গুলি করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সরোজের।
স্ত্রীকে গুলি করে হত্যা করার পর ৩ কন্যাকে নিয়ে সেখান থেকে পালায় যতীন্দ্র। পুলিশ মঙ্গলবার দুপুর পর্যন্ত যতীন্দ্র ও তার ৩ মেয়ের নাগাল পায়নি। তাদের খুঁজছে পুলিশ। পুলিশ জানিয়েছে তাদের সহকর্মী যতীন্দ্র এর আগেও এক তরুণীকে অপহরণ করার অভিযোগে গ্রেফতার হয়েছিল। কিন্তু পরে ওই তরুণী যতীন্দ্রর পক্ষে বয়ান দেওয়ায় তার বিরুদ্ধে হওয়া মামলা উঠে যায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা