৪ অঙ্কে পৌঁছল দেশে করোনায় মৃতের সংখ্যা
দেশে করোনায় মৃত্যু প্রতিদিনই বেড়ে চলেছে। বুধবার করোনায় মৃত্যু হয়েছে ৭১ জনের। সেইসঙ্গে করোনায় দেশে মৃতের সংখ্যা ৪ অঙ্কে পৌঁছে গেল।
এতদিন পর্যন্ত করোনায় মৃত্যু প্রতিদিনই বেড়েছে। তবে ভারত মৃতের সংখ্যায় ৩ অঙ্কেই ছিল। বুধবার তা ৪ অঙ্কে পৌঁছে গেল। অর্থাৎ ১ হাজার পার করল মৃতের সংখ্যা। বুধবার বিকেল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে ৭১ জনের মৃত্যু হয়েছে। এই মৃতের সংখ্যাই ভারতে করোনায় মৃতের সংখ্যা হাজার পার করিয়ে দিয়েছে। ১০০৮ জন এখনও করোনায় মৃত। অন্যদিকে বুধবার দেশ জুড়ে আরও ১ হাজার ৮১৩ জনের দেহে করোনার অস্তিত্ব মিলেছে। ফলে মোট করোনা সংক্রমিতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩১ হাজার ৭৮৭ জনে। স্বাস্থ্যমন্ত্রক এমনই জানিয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন বুধবার দাবি করেছেন দেশে করোনা সংক্রমণের হার কমছে। যেখানে এক সময় ৩ দিনে করোনা সংক্রমিতের সংখ্যা দ্বিগুণ হচ্ছিল, সেখানে তা এখন বেড়ে ১০.২ দিনে গিয়ে ঠেকেছে। সুস্থ হয়ে ওঠার হারও ক্রমশ বেড়ে চলেছে। এই মাসের শেষের মধ্যেই দেশে করোনা পরীক্ষা ১ লক্ষ পার করানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি। প্রসঙ্গত ভারতে করোনা পরীক্ষার কিট দ্রুত বানানো নিয়ে বিজ্ঞানীরা অনেকটাই সাফল্যের দিকে এগিয়েছেন।
করোনা উদ্বেগের মধ্যেই কেন্দ্র জানিয়ে দিয়েছে মিড ডে মিল এবার গরমের ছুটিতেও দেওয়া হবে। যারজন্য ১১ শতাংশ বরাদ্দও বৃদ্ধি করেছে কেন্দ্র। এদিকে দেশজুড়ে কতগুলি জেলাতে গত ১৪, ২১ ও ২৮ দিনে কোনও করোনা সংক্রমিতের খোঁজ মেলেনি তারও তথ্য রাখছে কেন্দ্র। সেখানে দেখা যাচ্ছে ক্রমশ পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে দেশের মধ্যে মহারাষ্ট্রের পরিস্থিতি যে কে সেই রয়েছে। সেখানে করোনা সংক্রমিতের সংখ্যা ৯ হাজার পার করেছে। মৃতের সংখ্যা ৪০০ ছুঁয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা