শর্ত মেনে ভিন রাজ্য থেকে ফেরানো শুরু
লকডাউন শুরু হওয়ার পর অন্য রাজ্য থেকে নিজের রাজ্যে ফিরতে পারেননি অনেকেই। এক মাসের ওপর তাঁরা ঘরবাড়ি থেকে দূরে আটকে পড়ে আছেন। তাঁদের এবার ফেরানো শুরু হল।
রাজস্থানের কোটায় আটকে পড়া পড়ুয়াদের পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনতে আগেই উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁদের ফেরানো হচ্ছে। পথে রয়েছেন তাঁরা। এভাবেই ভিন রাজ্যে আটকে পড়েছেন দেশের বিভিন্ন রাজ্যের বাসিন্দারা। সে তাঁরা পড়ুয়া হতে পারেন, পর্যটক হতে পারেন, তীর্থযাত্রী হতে পারেন, শ্রমিক হতে পারেন বা অন্য কোনও কারণে ভিন রাজ্যে যাওয়া মানুষ হতে পারেন। লকডাউনের পর থেকে পরবাসে আটকে থাকা এসব মানুষকে এবার ঘরে ফেরানোর জন্য প্রয়োজনীয় নির্দেশ দিল স্বরাষ্ট্রমন্ত্রক।
স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, এঁদের রাজ্যে ফেরানোর সময় সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলিকে বেশ কিছু বিষয় মেনে চলতে হবে। তাদের স্ট্যান্ডার্ড প্রোটোকল মেনে চলতে হবে। তাছাড়া সব রাজ্য সরকার অন্য রাজ্য সরকারের সঙ্গে এই ফেরানোর বিষয়ে যোগাযোগ রাখবে। এঁদের প্রত্যেককেই বাসে করে ফেরানো হবে। এজন্য প্রত্যেক রাজ্য সরকারকে সরকারি আধিকারিকদের একটি দল গঠন করতে হবে। তারা ভিন রাজ্য থেকে ফেরা মানুষদের তালিকা রাখবে। তাঁদের সঙ্গে ও অন্য রাজ্যের সঙ্গে যোগাযোগ রাখবে।
স্বরাষ্ট্রমন্ত্রক আরও জানিয়েছে, যে যে রাজ্যেই ফিরুন না কেন, তাঁদের সড়কপথে ফেরাতে হবে। বাসে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। বাসে বসার আগে সকলের পরীক্ষা হবে। করোনা না থাকলে তবেই বাসে উঠতে দেওয়া হবে। রাজ্যে ফেরার পরও তাঁদের পরীক্ষা করতে হবে। ১৪ দিনের হোম কোয়ারেন্টিনেও থাকতে হবে। কোয়ারেন্টিনে থাকাকালীন নিয়মিত তাঁদের স্বাস্থ্যপরীক্ষা করতে হবে বলেও জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা