চোরদের নোবেল পদকের দিকেই নজর কেন এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন ওঠার কারণও আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের আসলটাই শান্তিনিকেতন থেকে নিয়ে ভেগেছিল চোরেরা। সেই নোবেল এখনও উদ্ধার হয়নি। এবার ভারতের আর এক নোবেল পুরস্কার বিজয়ী কৈলাস সত্যার্থীর নোবেলের রেপ্লিকা নিয়ে পালাল চোরেরা। তাও আবার খোদ কৈলাসের বসতবাড়ি থেকে। দিল্লির গ্রেটার কৈলাস এলাকায় বসবাসকারী কৈলাস সত্যার্থীর ফ্ল্যাট থেকে খোয়া গিয়েছে তাঁর পাওয়া নোবেলের রেপ্লিকা।
এটা কী ভুল? চোরেরা কী আসল-নকলের ফারাক না বুঝে রেপ্লিকাকেই আসল ভেবে পালাল? নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে? নাকি চোরেরা জানতই না, ২০১৪ সালে শান্তির জন্য নোবেল পুরস্কার জয়ী কৈলাস সত্যার্থীর পাওয়া আসল নোবেলটি নিয়ম মেনে রয়েছে রাষ্ট্রপতি ভবনে। আর রেপ্লিকাটি রয়েছে কৈলাসের বাড়িতে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।