একই বাড়ির ৪১ জন বাসিন্দা করোনা পজিটিভ
করোনা এখনও বিভিন্ন জায়গায় হুহু করে ছড়াচ্ছে। যেমন ছড়াল একই বাড়ির ৪১ জন বাসিন্দার মধ্যে।
ছোট ছোট ঘর। সেখানেই বাস। একই বাড়িতে থাকেন ৪১ জন। খুব ঘিঞ্জি ভাবে। সেখানেই গত ১৮ এপ্রিল এক মহিলার করোনা পজিটিভ পাওয়া যায়। তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পুরো বাড়িটি বাইরে থেকে সিল করে দেয় পুলিশ। বাড়ির সকল বাসিন্দার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। সেই নমুনা যায় ল্যাবে। কিন্তু কিছু কারণে তার রিপোর্ট আসতে ১০ দিন লেগে যায়।
১০ দিন পর যখন সকলের রিপোর্ট আসে তখন দেখা যায় ওই বাড়ির ৪১ জন বাসিন্দাই করোনা সংক্রমিত। ঘিঞ্জি অবস্থায় থাকা। একটাই টয়লেট ব্যবহার করা। এমনই বেশ কিছু কারণ সকলের মধ্যে করোনা সংক্রমণ ছড়ায় বলে মনে করছে প্রশাসন। ওই এলাকা সিল করা হয়েছে। ঘটনাটি সামনে এসেছে দিল্লির ঠেকেওয়ালি গলি-তে।
আগেই ওই বাড়ির এক মহিলা বাসিন্দার দেহে করোনা পাওয়া গিয়েছিল। এবার আরও ৪০ জনের দেহে করোনা পাওয়া গেল। সব মিলিয়ে একটি বাড়ির ৪১ জনের দেহে করোনা পাওয়া যাওয়ায় দিল্লির করোনা সংক্রমিতের সংখ্যা এক ধাক্কায় অনেকটা বাড়ল। এমনিতেই কেন্দ্রের প্রকাশিত তালিকা অনুযায়ী দিল্লির পুরোটাই রেড জোন। কোনও অরেঞ্জ বা গ্রিন জোন নেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা