গ্রামে ঢুকে এলোপাথাড়ি হামলা চালাল বাঘ
একটি গ্রামে ঢুকে কার্যত হামলা চালাল একটি বাঘ। গ্রামবাসীদের দেখতে পেলেই ঝাঁপিয়ে পড়ল। রেহাই পেলেননা বন দফতরের আধিকারিকও।
জঙ্গলের গা ঘেঁষেই গ্রাম। লকডাউনের জেরে গ্রামে এখন মানুষের যাতায়াত অনেক কম। কিছু মানুষ বার হচ্ছেন কৃষিকাজের জন্য। এর বাইরে বাকিরা ঘরেই বন্দি। জমিতে কাজ করতে যাওয়ার জন্য ওই গ্রামেরই বাসিন্দা সম্পর্কে ২ ভাই বার হয়েছিলেন মোটরবাইকে চেপে। যাচ্ছিলেন মাঠের দিকে। ঠিক সেই সময়েই তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ে একটি বাঘ। বাঘের থেকে নিজেদের ছাড়ানোর জন্য বাইকে বসেই লড়তে থাকেন ২ জনে। আঘাতও পান। পরে প্রাণপণ গতিতে বাইক চালিয়ে এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করেন। বাইকের গতির সঙ্গে কিছুটা পাল্লা দিয়ে তারপর হাল ছাড়ে বাঘ। কিন্তু সেখানেই শেষ নয়।
এই ঘটনার কয়েক মিনিটের মধ্যেই এক গ্রামবাসী সাইকেলে করে সেখান দিয়ে যাচ্ছিলেন। এবার বাঘ তাঁকে টার্গেট করে। মোটরবাইকের গতি রয়েছে। কিন্তু সাইকেলের তো সেটা নেই। ফলে দ্রুত ওই ব্যক্তিকে থাবার ঘায়ে আহত করে তাঁর ওপর চড়াও হয়। আর ঠিক তখনই ওই ২ ভাই দূর থেকে বাইকে কর্কশ শব্দ করতে থাকেন। ওই আওয়াজে বিরক্ত হয়ে ওই ব্যক্তিকে আহত করে সেখান থেকে চলে যায় বাঘটি। এখানেই শেষ নয়।
৩ জনের ওপর বাঘের হানা হয় জারি গ্রামে। ওই গ্রামের লাগোয়া গ্রাম লালপুর। লালপুর গ্রামের বাসিন্দা ২ ব্যক্তি কাজে যাচ্ছিলেন। এবার তাঁদের ওপর হামলা করে বাঘটি। তাঁদের মাথা ও কাঁধে বাঘের ধারাল নখের আঁচড় পড়ে। গুরুতর জখম ওই ২ ব্যক্তি প্রাণভয়ে আর্ত চিৎকার করতে থাকেন। তাঁদের হাতে থাকা লাঠি দিয়ে বাঘটিকে হঠানোরও চেষ্টা চালাতে থাকেন। বাঘ এরপর তাঁদের ছেড়ে কাছের একটি ঝোপে ঢুকে যায়। কিন্তু এখানেও শেষ নয়।
বাঘের হামলার খবর পৌঁছয় বন দফতরে। দ্রুত বন দফতরের আধিকারিক ও কর্মীরা সেখানে হাজির হন। শুরু হয় বাঘটিকে খেদিয়ে জঙ্গলে পাঠানোর চেষ্টা। তাতে প্রবল বিরক্ত হয়ে বাঘটি এবার হামলা চালায় বন দফতরের কর্মীদের ওপর। ২ জন বন কর্মী গুরুতর আহত হন। বন দফতরের তরফে জানানো হয়েছে বাঘটিকে তাঁরা ঘুম পাড়ানি ওষুধ দিয়ে কাবু করতে চাননি। তাঁরা চেষ্টা চালান যাতে তাকে খেদিয়ে জঙ্গলে পাঠিয়ে দেওয়া যায়। এই পুরো ঘটনাটি ঘটে গত শুক্রবার উত্তরপ্রদেশের পিলিভিটে। পিলিভিট অভয়ারণ্য থেকেই বাঘটি গ্রামে ঢুকে আসে। অবশ্য শুক্রবারের পর বাঘটিকে আর গ্রামে দেখা যায়নি। বন দফতরের তরফে কিছুদিন গ্রামবাসীদের একা বার হতে মানা করা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা