ফের বিষমদ কাণ্ড, মৃত ৪
ফের বিষমদ পানে মৃত্যুর ঘটনা ঘটল। ৪ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে এখনও আশঙ্কাজনক ২ জন।
লকডাউনের মধ্যে মদের অভাবে অন্য রাসায়নিক পান প্রাণ কেড়েছে বেশ কয়েকজনের। সুরার স্বাদ অন্য কিছু দিয়ে মেটাতে গিয়ে জীবন হারাতে হয়েছে তাঁদের। তবু আসক্তি অনেককে টেনে নিয়ে গেছে মৃত্যু পানে। এবার মদ্যপানে আসক্তি থেকে বিষ মদে গলা ভেজাতে গিয়ে অকাল মৃত্যুর শিকার হলেন ৪ যুবক। গত শনিবার তাঁরা মদ্যপান করেন একসঙ্গে বসে। তারপরই অসুস্থ বোধ করতে থাকেন। চোখের দৃষ্টি ক্ষীণ হয়ে আসে।
একই গ্রামের বাসিন্দা ৬ জন বসে মদ্যপান করছিলেন। ৬ জনই অসুস্থ বোধ করতে থাকেন। দ্রুত তাঁদের শনিবার রাতেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা আপ্রাণ চেষ্টা চালান তাঁদের মৃত্যুর হাত থেকে রক্ষা করার। কিন্তু রবিবার পর্যন্ত লড়াই দিলেও শেষ রক্ষা হয়নি। গত রবিবারই এঁদের মধ্যে ৪ জনের প্রাণ যায়। ২ জন এখনও হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছেন।
ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রতলাম জেলার নিমালি গ্রামে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কোথা থেকে এই ৬ যুবক ওই বিষমদ কিনেছিলেন বা জোগাড় করেছিলেন তা খুঁজে দেখছেন তদন্তকারীরা। গ্রামে জিজ্ঞাসাবাদ চলছে। গ্রামেও এই ঘটনা ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যে ২ জনও এখনও হাসপাতালে ভর্তি তাঁদের নিয়ে উদ্বেগ বাড়ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা