তরুণী সাংবাদিকের আত্মহত্যা, গ্রেফতার নেতা
এক তরুণী সাংবাদিকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। তাঁর সুইসাইড নোটের ভিত্তিতে এক রাজনৈতিক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বয়স ২৮ বছর। তরুণ সাংবাদিক হিসাবে ক্রমশ নিজের জায়গা পাকা করার লড়াই চালাচ্ছিলেন নিজের পেশায়। ফ্রিলান্স সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন রিজওয়ানা তাবাসসুম। সেই তরুণী সাংবাদিকের ঝুলন্ত দেহ উদ্ধার হল তাঁর ঘর থেকে। ঘটনাটি ঘটেছে গত সোমবার। দীর্ঘ সময় ধরে তিনি দরজা না খোলায় পরিবারের সন্দেহ হয়। অনেক ডেকেও সাড়া না পেয়ে দরজা জোর করে ভেঙে ভিতরে ঢুকে তাঁরা দেখেন রিজওয়ানার দেহ সিলিং থেকে ঝুলছে।
খবর যায় পুলিশে। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। রিজওয়ানার ঘর থেকে উদ্ধার হয় একটি সুইসাইড নোট। পুলিশ জানাচ্ছে সেখানে লেখা ছিল তাঁর মৃত্যুর জন্য সমাজবাদী পার্টি নেতা শামিম নোমানি দায়ী। ওই সুইসাইড নোটের ভিত্তিতে নোমানিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পরে তাঁকে গ্রেফতার করা হয়। এদিকে ময়নাতদন্তের রিপোর্টে রিজওয়ানার গলায় ফাঁস লেগে মৃত্যুর কথা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রিজওয়ানার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা পরিবার। তাঁরা বাবা জানান, শামিমের সঙ্গে রিজওয়ানার বন্ধুত্ব ছিল। তাঁদের মেয়ের সঙ্গে কারও কোনও শত্রুতা ছিল বলে তাঁর জানা নেই। মেয়ে পরিবারকে যথেষ্ট দেখতেন এবং তিনি ভাল সাংবাদিকও ছিলেন বলে জানিয়েছেন রিজওয়ানার বাবা। কেন রিজওয়ানা এমন চরম পদক্ষেপ বেছে নিলেন তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত চালাচ্ছে। শামিমকে জেরা চলছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা