লকডাউন ২৯ মে পর্যন্ত বাড়িয়ে দিল এই রাজ্য
ভারত সরকার তৃতীয় দফায় লকডাউন ১৭ মে পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। যদিও দেশের একটি রাজ্য মনে করছে তা যথেষ্ট নয়।
করোনা রুখতে তাদের রাজ্য যথেষ্ট ভাল এগোচ্ছে। তাই হুট করে লকডাউন এই অবস্থায় তুলে নেওয়া ঠিক হবে না। এই যুক্তিকে সামনে রেখে তেলেঙ্গানা সরকার জানিয়ে দিল তারা তাদের রাজ্যে লকডাউনের মেয়াদ ২৯ মে পর্যন্ত বাড়িয়ে দিল। দেশজুড়ে তৃতীয় দফার লকডাউন সবে গত সোমবার থেকে শুরু হয়েছে। আর মঙ্গলবারই তেলেঙ্গানা ঘোষণা করে দিল তারা ৭ মে পর্যন্ত নয়, ২৯ মে পর্যন্ত লকডাউন বর্ধিত করল।
গত ২ দফায় দেখা গেছে কেন্দ্র লকডাউনের মেয়াদ যতদিন পর্যন্ত ঘোষণা করেছে তার আগেই কোনও কোনও রাজ্য ঘোষণা করে দেয় তারা লকডাউন আরও বেশিদিন করে দিচ্ছে। বাড়িয়ে দিচ্ছে মেয়াদ। প্রসঙ্গত তেলেঙ্গানা সরকার দ্বিতীয় দফার লকডাউনের সময়ই ঘোষণা করেছিল তাদের রাজ্যে ৩ মে নয়, লকডাউন চলবে ৭ মে পর্যন্ত। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও জানান তাঁর রাজ্যে লকডাউনের মেয়াদ ৭ মে শেষ হবে না। তা আরও ২২ দিন বর্ধিত করা হয়েছে।
গত সোমবার থেকে দেশজুড়ে জোন ভিত্তিক কিছু ছাড় ঘোষণা করেছে কেন্দ্র। তেলেঙ্গানা সরকার অবশ্য সিদ্ধান্ত নিয়েছে হায়দরাবাদ সহ তাদের রাজ্যের ৫টি রেড জোনে তারা কোনও ছাড় দেবে না। কেবল নির্মাণকার্য করা যাবে। খোলা রাখা যাবে সিমেন্ট, স্টিল, হার্ডওয়্যার এবং ইলেকট্রিকের দোকান। এছাড়া তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তাঁর রাজ্যে রাতে যেমন সর্বত্রই কার্ফু জারি থাকছিল, তেমনই থাকবে। এতে কোনও ছাড় দেওয়া হবে না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা