
রবীন্দ্রনাথ ঠাকুরের আসল নোবেলটি চুরি গিয়েছিল শান্তিনিকেতন থেকে। সে নোবেলের হদিস এখনও মেলেনি। তবে শান্তির জন্য নোবেল পুরস্কারপ্রাপ্ত কৈলাস সত্যার্থীর নোবেলের রেপ্লিকা চোরদের পাকড়াও করতে সমর্থ হল পুলিশ। আসল নোবেলটি রাইসিনা হিলসে রাষ্ট্রপতি ভবনে রাখা রয়েছে। ২০১৫ সালে কৈলাস সত্যার্থীই নোবেল পুরস্কারটি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে দিয়েছিলেন রাষ্ট্রপতি ভবনে তা প্রদর্শিত করার জন্য। শিশুদের অধিকার নিয়ে কাজ করা কৈলাসের কাছে ছিল নোবেলের রেপ্লিকাটি। কৈলাস সত্যার্থীর দিল্লির কালকাজি এলাকার বাসভবন থেকে সেই রেপ্লিকা সহ নোবেলের শংসাপত্র ও বেশ কিছু গয়না চুরি গিয়েছিল গত ৭ ফেব্রুয়ারি। ঘটনায় ব্যথিত হন নোবেলজয়ী। তদন্তে নামে দিল্লি পুলিশ। ঘটনাস্থল থেকে চোরদের ফেলে যাওয়া জুতো পায় পুলিশ। সেই জুতোর সূত্র ধরেই অবশেষে ৩ চোরকে পাকড়াও করল তারা। রাজন, সুনীল ও বিনোদকে এদিন গ্রেফতার করে পুলিশ। নোবেল চুরির সঙ্গে আর কেউ যুক্ত কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।