কুতুবমিনারের দেওয়ালে আছড়ে পড়ল বেপরোয়া গাড়ি
দিল্লির বিশ্বখ্যাত কুতুবমিনার চত্বরের চারধার দেওয়াল দিয়ে ঘেরা। সেই প্রাচীন দেওয়ালের ওপর বেপরোয়া গতিতে আছড়ে পড়ল একটি গাড়ি।
গোটা দিল্লিটাই রেড জোনের অন্তর্গত। একের পর এক কন্টেনমেন্ট জোন রয়েছে এই শহরে। তবে গত সোমবার থেকে দিল্লির কেজরিওয়াল সরকার কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ায় দিল্লির রাস্তায় কিছু গাড়ি বার হয়েছে। সোমবার থেকে এই ছাড় বলবত হয়েছে। আর মঙ্গলবার রাতভোরে এক দুর্ঘটনা ঘটল শহরের বিশ্বখ্যাত দ্রষ্টব্য স্থান কুতুবমিনারে। এই ঐতিহাসিক স্থানের চারধার দেওয়াল দিয়ে ঘেরা। সেই দেওয়ালে রাত সাড়ে ৩টে নাগাদ একটি বেপরোয়া গতির গাড়ি এসে সজোরে ধাক্কা মারে।
গাড়ির ধাক্কায় দেওয়াল ধসে যায়। ওই ঐতিহাসিক স্থানের বড় ধরনের ক্ষতি হয়েছে এরফলে বলে মনে করছে ওই স্থাপত্যের দায়িত্বে থাকা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এএসআই সাফ জানিয়েছে ওই দেওয়াল পূর্বের অবস্থায় ফেরাতে যে অর্থ ব্যয় হবে তা ওই গাড়ির মালিককে বহন করতে হবে। প্রসঙ্গত গাড়ির স্টিয়ারিং-এ গাড়ির মালিক অরুণ চৌহানই তখন ছিলেন। দুর্ঘটনাটি তাঁর হাতেই হয়েছে।
দিল্লি পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। প্রশ্ন উঠছে যেখানে সন্ধে ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত করোনা লকডাউনে সাধারণ মানুষের রাস্তায় বার হওয়া মানা সেখানে ওই ব্যক্তি ওই গতিতে গাড়ি নিয়ে কোথায় যাচ্ছিলেন? গাড়ি ওই সময়ে বার করার কারণও খতিয়ে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অরুণ চৌহান নামে ওই ব্যক্তিকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা