পুলিশ মাওবাদী প্রবল গুলিযুদ্ধ, মৃত ৫
মাওবাদীদের লুকোনো ডেরায় হানা দিতেই প্রবল গুলির লড়াই। মৃত ৪ মাওবাদী সহ ৫।
গ্রামের মধ্যেই মাওবাদীদের একটা দল লুকিয়ে রয়েছে। সেখানেই গা ঢাকা দিয়ে চলছে তাদের গোপন ডেরা, তা পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে। দ্রুত সেখানে হাজির হয় পুলিশ। গোটা গ্রাম প্রথমে ঘিরে ফেলা হয়। তারপর মাওবাদী ডেরার দিকে এগোয় পুলিশ। পুলিশ দিয়ে যে গ্রাম ঘেরা হয়ে গেছে সে খবর মাওবাদীদের কাছেও পৌঁছয়। অগত্যা পাল্টা আঘাত হানে তারা। গুলি চালাতে শুরু করে। জবাব দেয় পুলিশও।
মাওবাদীদের সঙ্গে রাতের অন্ধকারেই শুরু হয় পুলিশের প্রবল গুলির লড়াই। শুক্রবার সন্ধের পর এই গুলির লড়াইয়ের ঘটনা ঘটে ছত্তিসগড়ের রাজনন্দগাঁও জেলার পারধাউনি গ্রামে। এদিন মাওবাদী ডেরায় এই হানায় পুলিশকে সাহায্য করে ইন্দো-টিবেটান বর্ডার পুলিশের ২৭ নম্বর ব্যাটেলিয়ন। গুলির লড়াইয়ে ৪ মাওবাদীকে হত্যা করতে সমর্থ হয় পুলিশ। কিন্তু এতে এক পুলিশ আধিকারিকেরও প্রাণ যায়। মদনওয়াড়া পুলিশ স্টেশনের ইনচার্জ শ্যাম কিশোর শর্মার গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়।
ওই মাওবাদী ডেরা ভেঙে দেয় পুলিশ। ৪ মাওবাদীর মধ্যে ২ মহিলা রয়েছে। মাওবাদীদের নিকেশ করার পর তাদের ডেরা থেকে ৪টি রাইফেল উদ্ধার রয়। এরমধ্যে একটি একে-৪৭ অত্যাধুনিক রাইফেলও রয়েছে। উদ্ধার হয়েছে একটি এসএলআর।
এদিন যে মাওবাদীরা নিকেশ হয় তাদের এক এক জনের মাথার দাম ১ লক্ষ টাকার বেশি ছিল। এদিকে লড়াইয়ে প্রাণ হারানো পুলিশ আধিকারিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা