তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন এডাপাড্ডি পালানিস্বামী। এদিন তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল বিদ্যাসাগর রাও। পালানিস্বামীর সঙ্গে ৩১ জন বিধায়কও শপথগ্রহণ করেন।
আগামী ১৫ দিনের মধ্যে তাঁর সংখ্যাগরিষ্ঠতা বিধানসভায় প্রমাণ করতে হবে শশীকলা ঘনিষ্ঠ এডিএমকে নেতা পালানিস্বামীকে। আয়ের সঙ্গে সঙ্গতিহীন মামলায় ইতিমধ্যেই একরাত গারদের পিছনে কাটিয়ে ফেলেছেন এডিএমকে নেত্রী শশীকলা।
জয়ললিতার মৃত্যুর পর পনিরসেলভমকে রাজ্যের মুখ্যমন্ত্রী করা হলেও শশীকলা তা মন থেকে মেনে নিতে পারেননি। ফলে বিধায়কদের একাংশের সমর্থনে পনিরকে সরিয়ে তিনি নিজের মুখ্যমন্ত্রী হওয়ার রাস্তা পাকা করেন। প্রাথমিকভাবে সব মেনে নিলেও পরে আচমকাই বেঁকে বসেন পনির।
এদিকে পনিরের সামনে সবচেয়ে বড় সুযোগ ছিল সুপ্রিম কোর্টে চলা আয়ের সঙ্গে সঙ্গতিহীন মামলায় শশীকলার শাস্তির সম্ভাবনা। হলও সেটাই। ফলে আপাতদৃষ্টিতে পনিরের রাস্তা খুলে গেলেও জেলে যাওয়ার আগে তুরুপের তাসটি খেলে দেন শশীকলা।
পনিরকে দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করে ঘোষণা করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাবেন পালানিস্বামী। যিনি শশীকলা ঘনিষ্ঠ বলে আগে থেকেই পরিচিত।
পালানির দাবি এডিএমকের ১৩৪ জন বিধায়কের মধ্যে ১২৪ জনের সমর্থন তাঁর দিকে রয়েছে। ফলে নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে তাঁর অসুবিধা হবে না। তবে পনিরসেলভমও ছাড়ার পাত্র নন। শশীকলার সঙ্গে তাঁর লড়াই চলবে বলে এদিন সাফ জানিয়েছেন পনির।