দিবারাত্র সুযোগ পেলেই পর্নোগ্রাফিতে মুখ গুঁজে কাটিয়ে দিচ্ছেন স্বামী। ফলে সাংসারিক শান্তি বিঘ্নিত হচ্ছে। তিনি এবং তাঁর ছেলেমেয়েরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অথচ স্বামীর পর্নোগ্রাফি দেখা নেশায় পরিণত হয়েছে। ফলে পুরো পরিবারটার ক্ষতি হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে তাঁর বিবাহিত জীবন। তাই অবিলম্বে দেশে ইন্টারনেটে পর্নোগ্রাফি দেখার সুযোগ বন্ধ করা হোক। এই মর্মে সোজা সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানালেন মুম্বইয়ের এক মহিলা। মহিলা জানিয়েছেন, তাঁর স্বামীর বয়স ৫৫। কিন্তু পর্নোগ্রাফির প্রতি তাঁর চরম আসক্তি ভয়ংকর সমস্যার কারণ হচ্ছে। সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই শিশু পর্নোগ্রাফির বিষয়টি বিবেচনা করে দেখছে। তারমধ্যেই এক স্ত্রীর এমন আবেদন তাঁদের নতুন করে ভাবাচ্ছে।