ট্রাকেই ফিরছিলেন বাড়ি, কিন্তু ফেরা হল কই
পরিযায়ী শ্রমিকরা এখন বাড়ি ফিরতে কার্যত মরিয়া হয়ে উঠেছেন। যে যা পাচ্ছেন তাতেই বাড়ি ফিরছেন। এমনই কয়েকজন শ্রমিক ফিরছিলেন ট্রাকে।
সাগর (মধ্যপ্রদেশ) : পরিযায়ী শ্রমিকরা এখন বাড়ি ফিরতে চাইছেন। মৃত্যুকে পরোয়া না করে যা হয় হবে মানসিকতা নিয়ে অনেকে হাঁটছেন মাইলের পর মাইল পথ। কেউ আবার ট্রাক, মিনি ট্রাক, ট্যাঙ্কার, বাস, যা ব্যবস্থা করতে পারছেন তাতেই বাড়ি ফিরছেন। মহারাষ্ট্রে আটকে থাকা এমনই বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিক একটি ট্রাক ব্যবস্থা করে তাতে করে ফিরছিলেন উত্তরপ্রদেশে তাঁদের বাড়িতে। ট্রাকটি মহারাষ্ট্র পার করে ঢোকে মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশের সাগর হয়ে ছত্তরপুর জেলার ওপর দিয়ে যাচ্ছিল সেটি।
শনিবার সকালে ট্রাকটি পৌঁছয় সেমরা ব্রিজের কাছাকাছি। পুলিশ জানাচ্ছে, ওই ব্রিজের কাছেই ট্রাকটি আচমকা নিয়ন্ত্রণ হারায়। তারপর রাস্তার ধারে উল্টে যায়। ট্রাকে থাকা শ্রমিকরা আর্তনাদ করতে থাকেন। দ্রুত স্থানীয়রা ছুটে এসে তাঁদের উদ্ধারের চেষ্টা করেন। পুলিশ পরে এসে উদ্ধার শুরু করে। ট্রাকে বাড়ি ফিরতে চাওয়া ৫ জন শ্রমিকের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
ট্রাকের আরও ১৮ জনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পাঠানো হয় হাসপাতালে। সেখানে আরও ১ জনের মৃত্যু হয়। কয়েকজনের অবস্থা গুরুতর। বান্দা-র হাসপাতালে তাঁদের ভর্তি করা হয়েছে। কেন ট্রাকটি উল্টে গেল তা তদন্ত করে দেখছে পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারান। যার ফল হয় ভয়ানক। এদিকে এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা