একদিনে ভারতে করোনা সংক্রমণে রেকর্ড
চতুর্থ দফার লকডাউন শুরু হল সোমবার থেকে। এদিকে ভারতেও একদিনে রেকর্ড অঙ্ক ছুঁল নতুন করে করোনা সংক্রমিতের সংখ্যা।
নয়াদিল্লি : ভারতে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। প্রতিদিনই নতুন শিখর ছুঁচ্ছে নতুন করে করোনা সংক্রমিতের সংখ্যা। সোমবার সকালে স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে গত ২৪ ঘণ্টায় ভারতের ৫ হাজার ২৪২ জন করোনা সংক্রমিতের খোঁজ পাওয়া গিয়েছে। ফলে ভারতে করোনা সংক্রমিতের সংখ্যা গিয়ে দাঁড়াল ৯৬ হাজার ১৬৯ জনে। ফলে একদিনে সংক্রমণে এই প্রথম যেমন ভারত ৫ হাজার পার করল, তেমনই সংক্রমিতের সংখ্যায় ১ লক্ষ পার করা এখন সময়ের অপেক্ষা।
গত ২৪ ঘণ্টায় যেখানে ৫ হাজার ২৪২ জন নতুন করে সংক্রমিত হয়েছেন তেমন, মৃত্যু হয়েছে ১৫৭ জনের। ফলে ভারতে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ৩ হাজার ২৯। এদিনই মৃত্যুর নিরিখে ৩ হাজারের অঙ্ক পার করল ভারত। দেশের এক তৃতীয়াংশ করোনা সংক্রমিত রয়েছেন শুধু মহারাষ্ট্রেই। মহারাষ্ট্রে ৩৩ হাজার ৫৩ জন করোনা রোগী রয়েছেন। মৃত্যু হয়েছে ১১৯৮ জনের। দেশের মধ্যে করোনায় মৃত্যুও হয়েছে মহারাষ্ট্রই সর্বাধিক।
সংক্রমিত ও মৃত্যুর নিরিখে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট। গুজরাটে সংক্রমিত ১১ হাজার পার করেছে। মৃত ৬৫৯ জন। তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। সেখানে সংক্রমিত ১১ হাজার পার করেছে। এর পরেই ১০ হাজারের ওপর সংক্রমিত নিয়ে চতুর্থ স্থানে রয়েছে দিল্লি। ৪ হাজারের ওপর সংক্রমিত রয়েছেন রাজস্থান, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশে। হাজারের ওপর করোনা সংক্রমণে সবচেয়ে এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। এছাড়াও রয়েছে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, পঞ্জাব, জম্মু কাশ্মীর, কর্ণাটক ও বিহার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা