পুড়ে শেষ এক পরিবারের ৫ জন
পুড়ে মারা গেলেন এক পরিবারের ৫ জন। এক ভয়ংকর দুর্ঘটনার শিকার হতে হল তাঁদের।
গোয়ালিয়র : বাড়ির দোতলায় থাকেন তাঁরা। এক পরিবারের ৮ জন। একসঙ্গেই বাস। লকডাউনে সকলেই বাড়িতে। আর সকালের দিকে সাধারণ সময়েও সকলে বাড়িতই থাকেন। তারপর যে যাঁর কাজে বার হন।
আচমকাই আগুনের লেলিহান শিখা তাঁদের গ্রাস করে সোমবার সকালে। আগুন এত দ্রুত ছড়ায় যে পরিবারের কেউ বাইরে বার হয়ে আসার সময়টুকুও পাননি।
কীভাবে আগুন, কোথা থেকে আগুন কিছু বুঝে ওঠার আগেই প্রবল ধোঁয়া আর আগুনে লুটিয়ে পড়তে থাকেন পরিবারের সদস্যরা। ঝলসে যেতে থাকে শরীর। এদিকে আগুন লাগার খবর পেয়ে সেখানে হাজির হয় দমকলের ৩টি ইঞ্জিন। তারাই বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তারপর বাড়ির দোতলা থেকে পরিবারের ৫ জনের দগ্ধ মৃতদেহ বার করে আনেন দমকলকর্মীরা। ৩ জন অবশ্য এখনও মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।
সোমবার সকালে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রের রোশনিঘর এলাকায়। ওই পরিবার যে বাড়িতে থাকত সেই বাড়িটির একতলায় একটি রঙের দোকান রয়েছে। সেই দোকানটিতে আগুন লাগে। তারপর তা দ্রুত দোতলায় ছড়িয়ে পড়ে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, এটা শর্টসার্কিট থেকেই ঘটেছে। তবে সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা