National

১ লক্ষ পার করল ভারত

করোনা সংক্রমণ প্রতিদিনই দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মঙ্গলবার ১ লক্ষ পার করল দেশে করোনা সংক্রমিতের সংখ্যা।

নয়াদিল্লি : সোমবারই পরিস্কার হয়ে গিয়েছিল ভারতে করোনা সংক্রমিতের সংখ্যা ১ লক্ষ ছোঁয়া নিছক সময়ের অপেক্ষা। হলও তাই। একদিনে ৪ হাজার ৯৭০ জন নতুন করোনা সংক্রমিতের হাত ধরে দেশে করোনা সংক্রমিতের সংখ্যা পৌঁছে গেল ১ লক্ষ পারে।

মঙ্গলবার সকাল পর্যন্ত দেশে করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ১ লক্ষ ১ হাজার। এমনই জানাচ্ছে স্বাস্থ্যমন্ত্রক। গত একদিনে খতিয়ান অনুযায়ী দেশে ১৩৪ জনের করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে।


স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া খতিয়ান অনুযায়ী দেশে করোনা সংক্রমিতের সংখ্যা ১ লক্ষ পার করেছে। যারমধ্যে ৫৮ হাজার ৩০২ জন হাসপাতালে ভর্তি। ৩৯ হাজার ১৭৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর মৃত্যু হয়েছে ৩ হাজার ১৬৩ জনের। মহারাষ্ট্রই করোনা সংক্রমণ ও করোনায় মৃত্যুর নিরিখে দেশের মোট সংখ্যার এক তৃতীয়াংশ দখল করেছে। মহারাষ্ট্র এদিন সংক্রমণের হিসাবে ৩৫ হাজার পার করেছে। এরপরেই রয়েছে গুজরাট ও তামিলনাড়ু। ২ রাজ্যই ১১ হাজার পার করেছে সংক্রমিতের নিরিখে।

বিশ্বে এখন পর্যন্ত করোনা সংক্রমণের শিকার হয়েছেন ৪৮ লক্ষ ৯৮ হাজার-এর ওপর মানুষ। যারমধ্যে মৃত্যু হয়েছে ৩ লক্ষ ২০ হাজারের ওপর মানুষের। সুস্থ হয়েছেন ১৯ লক্ষ ৮ হাজারের ওপর মানুষ। বিশ্বে এখনও করোনা সংক্রমিত ও করোনায় মৃত্যুর নিরিখে শীর্ষে রয়েছে আমেরিকা।


আমেরিকায় এখনও সাড়ে ১৫ লক্ষ মানুষ করোনা সংক্রমণের শিকার হয়েছেন। যারমধ্যে ৯২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। সংক্রমণের নিরিখে ইউরোপের সব দেশকে পিছনে ফেলে বিশ্বের মধ্যে ২ নম্বরে উঠে এসেছে রাশিয়া। তবে রাশিয়ায় সংক্রমিতের সংখ্যা ২ লক্ষ ৯০ হাজার পার করলেও সেখানে মৃত্যু হয়েছে ২ হাজার ৭২২ জনের। যে সংখ্যাটা ভারতের চেয়েও কম। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button