যে যার মত বিক্রেতার আম ছিনিয়ে নিয়ে গেল
আমের সময় এসে গেছে। ফলে আম নিয়ে বসতে শুরু করেছেন বিক্রেতারা। এক বিক্রেতার সেই সাজানো আম যে যার মত ছিনিয়ে নিয়ে গেলেন একদল মানুষ।
নয়াদিল্লি : একে লকডাউনে বিক্রিবাটা ঠিকঠাক হচ্ছেনা। তবু কিছু আম নিয়ে বিক্রি করতে এসেছিলেন ছোটু নামে এক বিক্রেতা। আম রাখার বাক্সে সাজানো ছিল আম। রাস্তায় ধারে রাখা সেই আম রেখে পাশেই গিয়েছিলেন বিক্রেতা ছোটু। রাস্তায় ভর্তি মানুষজন। তাই সে অর্থে চিন্তার কিছু নেই। কিন্তু ওই কয়েক মিনিটের চোখের আড়াল যে মানুষকে এমন লোভী করে তুলতে পারে তা ওই ভিডিও না দেখলে বোঝা দায়। আমগুলির পাশ দিয়ে যাঁরা যাচ্ছিলেন তাঁরা বেশ কয়েকজন আচমকাই ঝাঁপিয়ে পড়েন ওই আপাত অরক্ষিত আমগুলির ওপর। তারপর যে যার মত লুঠ করতে থাকেন আম।
কেউ হাতে যে কটা ধরে সেই আমগুলি নিয়ে চম্পট দেন। কেউ আম ভরে নেন হেলমেটে। কেউ আবার আম নিয়ে চম্পট দেন জামায় কোঁচড় করে নিয়ে। পুরো বিষয়টাই ধরা পড়েছে ক্যামেরায়। যেখানে দেখা গেছে নিজে তো নিয়েছেনই। আবার রাস্তা দিয়ে যাওয়া অন্যদেরও ডাকছেন এক যুবক। লুঠের মত আম নিয়ে যে যার মত চলে যেতে থাকেন নির্বিচারে। এমনই এক অমানবিক দৃশ্য ধরা পড়ল দিল্লির জগতপুরী এলাকার রাস্তায়।
কেউ একবারের জন্যও ভেবে দেখলেন না বিক্রেতার কত বড় ক্ষতি তাঁরা করলেন। এভাবে বিক্রেতার রাখা আম লুঠ করা যায়না। এ ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়তে ধিক্কার উপচে পড়ে। কয়েক হাজার টাকার আম নিয়ে এভাবে মানুষ যে যার মত চলে গেলেন কী করে তা নিয়ে শুরু হয়েছে হৈচৈ। এদিকে করোনাকে কেন্দ্র করে দিল্লিতে এখনও ৯২টি কন্টেনমেন্ট জোন রয়েছে। যেখানে সামাজিক দূরত্বও লাটে উঠেছে।