গরুর শেষকৃত্যে গিয়ে পুলিশের খাতায় নাম উঠল ১৫০ জনের
গরুর শেষকৃত্যে যোগ দিয়েছিলেন ১৫০ জন। তাঁদের বিরুদ্ধে লকডাউন বিধিভঙ্গ সহ ২টি ধারায় মামলা করল পুলিশ।
আলিগড় (উত্তরপ্রদেশ) : কয়েকদিন ধরেই গরুটি অসুস্থ ছিল। গত বৃহস্পতিবার গরুটি মারা যায়। মারা যায় একটি দোকানের সামনে। স্থানীয় মানুষজনের নজরে পড়ে বিষয়টি। তাঁরা স্থির করেন গরুটিকে মাটির তলায় চাপা দেওয়ার আগে তার শেষকৃত্যে যোগ দেবেন তাঁরা। গরু যেহেতু হিন্দুদের চোখে পবিত্র জীব তাই এই সিদ্ধান্ত গ্রহণ করেন তাঁরা। সেইমত শেষকৃত্যের আয়োজনও হয়। গরুটির শেষ যাত্রায় যোগ দেন ১৫০ জন মানুষ। যার মধ্যে ১০০ জনই মহিলা।
এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তারপরই নড়েচড়ে বসে পুলিশ। লকডাউনে কোনও রকম জমায়েত মানা। তা সত্ত্বেও ১৫০ জনের জমায়েত। ফলে উপস্থিত সকলের বিরুদ্ধে মহামারি আইন ও আইপিসি-র ২টি ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ১৫০ জনের মধ্যে ২৫ জনকে চিহ্নিত করেই মামলা রুজু হয়েছে। বাকি ১২৫ জনের বিরুদ্ধে অজ্ঞাত পরিচয় হিসাবে মামলা রুজু হয়েছে।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড়ের মামদি গ্রামে। গরুর শেষকৃত্যে যোগদান অবশ্য নতুন কিছু নয়। আগেও বহুবার এই দৃশ্য নজর কেড়েছে। স্থানীয়রা মনেই করেন যেহেতু একটি গরু তাঁদের সঙ্গেই এতদিন একই গ্রামে এত বছর কাটায়। তাই তার মৃত্যুর পর তার শেষযাত্রায় যোগদান করা কর্তব্য। তবে এবার লকডাউনে এমন জমায়েতে বিষয়টি অন্য মোড় নিয়েছে। সরকারি নির্দেশ উপেক্ষা করে ১৫০ জন এক জায়গায় জড়ো হওয়ায় পুলিশ মামলা রুজু করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা