দাউ দাউ করে জ্বলছে বেঙ্গালুরুর বেলান্দুর লেকের একাংশ। সাদা ধোঁয়ায় ছেয়ে যাচ্ছে অভিজাত এলাকা। গাঢ় সাদা ধোঁয়ায় পাশের ফ্লাইওভার দিয়ে যান চলাচল মুশকিল হয়ে দাঁড়ায়। এভাবে জলে আগুন দেখে চোখ কপালে উঠেছে আশপাশের বহুতলের বাসিন্দাদের। স্থানীয় লোকজনের দাবি, এই লেকের চারপাশে নিত্যদিন জঞ্জাল ফেলা হয়। সেই জঞ্জালেই আগুনটা লাগে। সেই আগুন ক্রমশ গ্রাস করে লেকের জলের ওপর ভেসে থাকা শুকনো আগাছাকে। জ্বলে ওঠে আগুন। জলের একাংশ জুড়ে এই আগুন কী করে সম্ভব তা নিয়ে প্রথমে অনেকেই অবাক হলেও যাঁরা এখানকার দীর্ঘদিনের বাসিন্দা তাঁরা জানেন এটা নতুন নয়। এর আগেও ঠিক এভাবেই জ্বলে উঠেছিল বেলান্দুর লেকের একাংশ।