National

একদিনে রেকর্ড সংক্রমণ, বিশ্বের প্রথম ১০-এ ভারত

বিশ্বে করোনা সংক্রমণের শিকার দেশগুলির মধ্যে প্রথম ১০-এ ঢুকে পড়ল ভারত।

নয়াদিল্লি : লকডাউন ৪.০ চলছে। এক্ষেত্রে লকডাউনের চেয়ে ছাড়টাই বোধহয় বেশি। লকডাউন শিথিল করে কেন্দ্র থেকে রাজ্যসরকার, সবাই চাইছে জনজীবনকে স্বাভাবিক ছন্দ ফিরিয়ে দিতে। কিন্তু এরমধ্যেই করোনা সংক্রমণও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। একদিনে রেকর্ড সংখ্যক মানুষ করোনা সংক্রমণের শিকার হয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রকের হিসাব বলছে গত একদিনে ৬ হাজার ৯৭৭ জন করোনা সংক্রমণের শিকার হয়েছেন। বলা ভাল ৭ হাজার মানুষ করোনা সংক্রমিত হলেন দেশে। তাও মাত্র ১ দিনে। যা দেশের মোট সংক্রমিতের সংখ্যাকে ১ লক্ষ ৩৮ হাজার ৮৪৫-এ পৌঁছে দিল।


বিশ্বের যেসব দেশ এখন করোনা সংক্রমণে শীর্ষের দিকে অবস্থান করছে সেই তালিকার প্রথম ১০-এ ঢুকে পড়ল ভারত। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া, স্পেন, ব্রিটেন, ইতালি, ফ্রান্স, জার্মানি ও তুরস্কের পরই রয়েছে ভারত। যা আদপে আতঙ্কিত করেছে দেশবাসীকে।

এদিকে গত একদিনে করোনায় দেশে মৃত্যু হয়েছে ১৫৪ জনের। ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা এদিন ৪ হাজার পার করেছে। মোট ৪ হাজার ২১ জন দেশে করোনায় প্রাণ হারিয়েছেন। করোনা সংক্রমণ ও মৃত্যুর নিরিখে দেশে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে মহারাষ্ট্র। তারপরই রয়েছে গুজরাট। পশ্চিমবঙ্গেও করোনা সংক্রমণ বেড়ে চলেছে। আম্ফান বিধ্বস্ত পরিস্থিতির মধ্যেই করোনা কিন্তু নিজের মত বেড়ে চলেছে।


বিশেষজ্ঞদের একাংশের মতে, ক্রমশ করোনা রুখতে লকডাউনে শিথিলতা করোনা সংক্রমণকে আরও বাড়িয়ে দিতে পারে। এত মানুষ একসঙ্গে রাস্তায় বেরিয়ে পড়লে সংক্রমণের সম্ভাবনা থেকেই যাবে। এদিকে করোনার জেরে লকডাউনে কার্যত মুখ থুবড়ে পড়ে দেশের অর্থনীতি। বহু মানুষ কর্মহীন। ফলে একদিকে মানুষের রোজগার নেই। অন্যদিকে করোনা। এই শাঁখের করাতের মাঝে শ্যাম না কুল, কী রাখবে তা নিয়ে দিশেহারা সরকারও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button