নাগাল্যান্ডেও শেষরক্ষা হল না, ঢুকে পড়ল করোনা
সিকিমে প্রথম করোনা রোগীর খোঁজ মেলার ২ দিনের মধ্যেই নাগাল্যান্ডেও মিলল করোনা আক্রান্তের হদিশ।
কোহিমা : দেশে যখন এক এক করে রাজ্যে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছিল তখনও সিকিম বা নাগাল্যান্ডের মত রাজ্যগুলি করোনা মুক্তই ছিল। গত ২ মাসে যেখানে দেশে করোনা সংক্রমিতের সংখ্যা হুহু করে বেড়েছে তখনও সিকিমে করোনা ছিলনা। নাগাল্যান্ডে করোনা ছিলনা। সিকিমে এক পড়ুয়া দিল্লি থেকে ফেরার পরই সেখানে প্রথম করোনা রোগীর খোঁজ মেলে গত ২ দিন আগে। আর তারপরই পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরতেই নাগাল্যান্ডে ঢুকে পড়ল করোনা।
দক্ষিণ ভারত থেকে ফেরা একদল পরিযায়ী শ্রমিকের হাত ধরেই যে করোনা নাগাল্যান্ডে ঢুকেছে তা মেনে নিচ্ছে নাগাল্যান্ড সরকার। সদ্যই চেন্নাই থেকে নাগাল্যান্ডে ফিরেছেন ৩ শ্রমিক। তাঁদের নমুনা পরীক্ষার পর সোমবার জানা যায় তাঁদের দেহে করোনা বাসা বেঁধেছে। নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী ট্যুইট করে জানিয়েছেন, কোহিমাতে ১ জন ও দিমাপুরে ২ জনের দেহে করোনার হদিশ মিলেছে।
নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী ট্যুইটে একথাও জানিয়েছেন যে এ নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। দায়িত্বের সঙ্গে এই পরিস্থিতির মোকাবিলা করা হবে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কন্টেনমেন্ট নিয়ে যাবতীয় পদক্ষেপ ও কন্টাক্ট ট্রেসিংও করা হবে। প্রসঙ্গত দেশে পরিযায়ী শ্রমিকরা তাঁদের নিজ নিজ রাজ্যে ফেরার পরই দেখা যাচ্ছে অসম সহ উত্তরপূর্ব ভারতে করোনা ছড়ানোর প্রবণতা বাড়ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা