National

ভারতে পঙ্গপালের হামলা, মাথায় হাত কৃষকদের

পাকিস্তানের দিক থেকে ধেয়ে আসছে লক্ষ লক্ষ পঙ্গপাল। ভারতের একের পর এক রাজ্যের মাঠ ভরা ফসলের দফারফা করছে নিমেষে।

ঝাঁসি : এতদিন পাকিস্তানের দিক থেকে গুলি, মর্টার উড়ে এসেছে। লুকিয়ে ঢুকেছে জঙ্গিরা। এবার পাকিস্তানের দিক থেকে কার্যত সর্বসমক্ষে হামলার মুডে ভারতে ঢুকে পড়ল লক্ষ লক্ষ পঙ্গপাল। পাকিস্তানে পঙ্গপালের হানা শুরু হয়েছিল আগেই। পাক সরকার গত ফেব্রুয়ারি মাসেই সেখানে পঙ্গপালের জন্য জরুরি অবস্থা জারি করে। এবার সেই পঙ্গপালের দল ক্রমশ ঢুকে আসছে ভারতে। রাজস্থানের ১৬টি জেলার হেক্টরের পর হেক্টর জমির ফসলের দফারফা করে ছেড়েছে এই পঙ্গপালের বাহিনী। এবার তারা হাজির মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশে।

মধ্যপ্রদেশের ঝাঁসিতে ঢুকে পড়েছে এই পঙ্গপালের দল। গোটা এলাকার আকাশ মুখ ঢেকেছে পঙ্গপালে। কীটনাশক স্প্রে করে আগে কাজ হয়েছিল। পঙ্গপালের দল পালিয়েছিল। এবারও সেই রাস্তাই নেওয়া হচ্ছে। পঙ্গপাল তাড়াতে কীটনাশকেই ভরসা রাখছে প্রশাসন থেকে কৃষকরা। কারণ পঙ্গপাল যদি তাড়ানো না হয় তাহলে তারা মাঠে থাকা ফসলের আর কিছু রাখবে না বলে প্রমাদ গুনছেন কৃষকরা।


কেন এত পঙ্গপালের আগমন? ভারত মহাসাগরে একের পর এক ঝড় তৈরি হওয়ায় এসব এলাকায় এই পঙ্গপালের দলের জন্য দারুণ একটা প্রজনন ক্ষেত্র তৈরি হয়েছে। ফলে তারা বংশবৃদ্ধি করতেও এখানে হাজির হচ্ছে। আবার খাবারও প্রচুর পাচ্ছে। আপাতত যেখানে তারা হানা দিচ্ছে সেখানেই কীটনাশক স্প্রে করে অবস্থা আয়ত্তে আনার চেষ্টা চালাচ্ছে প্রশাসন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button