National

বাসেই যমজ সন্তানের জন্ম, নামিয়ে দিলেন চালক

বাসের মধ্যেই প্রবল যন্ত্রণা। তারপর সেখানেই যমজ সন্তানের জন্ম দিলেন মা। দম্পতিকে ওই অবস্থায় রাস্তায় নামিয়ে চলে গেল বাস।

বাড়ি কোচবিহারে। কিন্তু কাজের টানে তরুণ দম্পতি মিঠুন মিঞা ও তাঁর স্ত্রী ফাতিমা বিবি গিয়েছিলেন উত্তরপ্রদেশের হাপুরে একটি ইটভাটায় কাজ করতে। ২ জনেই সেখানে কাজ করতেন। সেখানেই সন্তানসম্ভবা হয়ে পড়েন ২৪ বছরের ফাতিমা বিবি। তারপরই আসে লকডাউন।

লকডাউনে ওই ইটভাটার কাজ যায় ২ জনেরই। অনেক চেষ্টা করেও এতদিন বাড়ি ফিরতে পারেননি তাঁরা। অবশেষে ওখানে কর্মরত ওই দম্পতি সহ মোট ৪২ জন মিলে একটি বাস ঠিক করেন। সকলেই কোচবিহার বা তার কাছে ফিরবেন।


১ লক্ষ ২০ হাজার টাকায় ওই বাস ভাড়া করে তাঁরা বাড়ির উদ্দেশে রওনা দেন। এদিকে বাস যখন বরেলির কাছে তখনই যন্ত্রণা অনুভব করেন ফাতিমা বিবি।

বাস এগোতে থাকে জাতীয় সড়ক ধরে। ফতিমা বিবি ৬ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এই সময় তাঁর সন্তান প্রসবের কথা নয়। কিন্তু বাসের মধ্যেই তাঁর প্রসব হয়ে যায়। যমজ কন্যার জন্ম দেন তিনি। বাসে তখন হৈচৈ পড়ে গেছে।


এদিকে ওই অবস্থায় স্ত্রীকে নিয়ে দিশেহারা হয়ে পড়েন স্বামী মিঠুন। বাস তখন ২৪ নম্বর জাতীয় সড়কের ওপর। বাস নিয়ে ওই অবস্থায় আগে হাসপাতালে যাওয়া হয়তো যেত। কিন্তু তা না করে বাসের চালক বিথরি চেনপুর এলাকায় সদ্যোজাত শিশু সহ ফাতিমা বিবি ও তাঁর স্বামীকে বাস থেকে নামিয়ে দিয়ে গন্তব্যে পাড়ি দেয়।

বাস চালকের অমানবিকতার পর ওই পরিস্থিতিতে কোনওক্রমে স্থানীয়দের সাহায্যে ২ সন্তানকে নিয়ে কাছের একটি হাসপাতালে পৌঁছন ওই দম্পতি। সেখানে চিকিৎসক দ্রুত ব্যবস্থা নেন। কিন্তু পরীক্ষার পর তাঁরা জানিয়ে দেন ২ শিশু জন্মের ১ ঘণ্টার মধ্যেই মারা গেছে। রাস্তাতেই তাদের মৃত্যু হয়েছে। যদিও মায়ের চিকিৎসা চলছে।

ঠিক এমনই এক ঘটনা ঘটে গত শুক্রবারও। একটি শ্রমিক স্পেশাল ট্রেনে ২ পুত্র সন্তানের জন্ম দেন মা। কিন্তু ওই ২ শিশুদেরও স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার আগে ট্রেনেই মৃত্যু হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button