National

দাবানল ঠেকাতে উদ্যোগী কেন্দ্র

National Newsদাবানলে ছারখার উত্তরাখণ্ডে আগুন নিয়ন্ত্রণে আনতে ও উদ্ধারকাজে গতি আনতে ৩ কোম্পানি এনডিআরএফ জওয়ানকে পাঠাল কেন্দ্র। সবচেয়ে খারাপ অবস্থা পউরি, তেহরি ও নৈনিতালের। এখানে ৬ হাজার দমকলকর্মী দিনরাত পরিশ্রম করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারছেন না। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, গরমকালে উত্তরাখণ্ডের জঙ্গলে দাবানল নতুন কিছু নয়। কিন্তু এবার তা অনেক বড় আকার ধারণ করেছে। ২ ফেব্রুয়ারি থেকে দাবানলের ঘটনা ঘটা শুরু হয়েছে। এখনও পর্যন্ত ৯২২টি দাবানলের ঘটনা ঘটেছে। উত্তরাখণ্ড জুড়ে যে বনাঞ্চল রয়েছে সেখানে চিড় ও শাল গাছের প্রাধান্য আছে। এই দুটি গাছেই খুব দ্রুত আগুন ধরে। ফলে এবার আগুন নেভানোই অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। ইতিমধ্যেই আগুনে ৫ জনের মৃত্যু হয়েছে। যারমধ্যে ৩ জন মহিলা ও ১টি শিশু রয়েছে। গ্রীষ্মের এখনও অনেক বাকি। ফলে আগুন আরও কতটা ভয়ানক আকার ধারণ করবে তা নিয়ে সন্দিহান স্থানীয় প্রশাসন।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button