মাংসাশীদের জন্য কুলার, তৃণভোজীদের জন্য কৃত্রিম বৃষ্টি
গরমে হাঁসফাঁস করছে গোটা উত্তর ভারত। তাই চিড়িয়াখানায় বন্দি প্রাণিদের জন্য নয়া বন্দোবস্ত।
লখনউ ও কানপুর : তীব্র গরমে গোটা উত্তর ভারতের সঙ্গে পুড়ছে উত্তরপ্রদেশও। মানুষ তো তবু বাড়িতে আশ্রয় নিয়ে, ফ্যান চালিয়ে, এসি বা কুলার চালিয়ে পরিস্থিতির সঙ্গে লড়াই করছে। কিন্তু চিড়িয়াখানায় বন্দি পশুরা কী করবে? তারাও তো গরমে পুড়ছে। তাই তাদের কথা মাথায় রেখে বিশেষ বন্দোবস্তের আয়োজন করল লখনউ ও কানপুরের চিড়িয়াখানা কর্তৃপক্ষ। বিভিন্ন প্রাণির জন্য হল বিভিন্ন বন্দোবস্ত।
কী বন্দোবস্ত হল? কানপুর চিড়িয়াখানার রেঞ্জ অফিসার দিলীপ গুপ্ত সংবাদ সংস্থাকে জানিয়েছেন, মাংসাশী প্রাণিদের জন্য ব্যবস্থা করা হয়েছে কুলারের। তাদের খাঁচায় কুলার লাগানো হয়েছে। পাখিদের খাঁচা ঢেকে দেওয়া হয়েছে পর্দা দিয়ে। যাতে তাদের সরাসরি সূর্যালোকের সংস্পর্শে আসতে না হয়। তৃণভোজী প্রাণিদের জন্য আবার অন্য বন্দোবস্ত। তাদের জন্য কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করা হয়েছে।
এসব বন্দোবস্তের পাশাপাশি আরও বন্দোবস্ত করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। মাংসাশী প্রাণিদের মাংসের পরিমাণ কমানো হয়েছে। পাখিদের কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি দেওয়া হচ্ছে। তৃণভোজীদের আবার সবজি বেশি করে দেওয়া হচ্ছে। বেঁধে দেওয়া হয়েছে গুড় জাতীয় খাবার দেওয়ার মাত্রা। তাছাড়া সব পশুপাখিকেই প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইটস, মিনারেলস ও ভিটামিন এডিএইচ পানীয়ের সঙ্গে মিশিয়ে খাওয়ানো হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা