আম নয়, গাছ থেকে ১ ঘণ্টায় ঝরে পড়ল ৫২টি বাদুড়
আমবাগানে এক আশ্চর্য ঘটনার সাক্ষী হলেন বাগানের মালিক। আম গাছ থেকে এক এক করে ঝরে পড়তে দেখেন বাদুড়ের দেহ।
গোরক্ষপুর : আমবাগানে টহল দিচ্ছিলেন তিনি। ঘুরে দেখছিলেন সব ঠিকঠাক আছে কিনা। ঠিক সেই সময় তিনি দেখেন যে তাঁর বাগানের কয়েকটি আম গাছ থেকে কিছু একটা ধুপ ধুপ করে মাটিতে পড়ছে। প্রথমে আম পড়ছে ভাবলেও এগিয়ে দেখেন পর পর বাদুড় পড়ছে গাছ থেকে। আতঙ্কিত হয়ে দ্রুত তিনি খবর দেন বন দফতরে। শোনার পর বন দফতরের কর্মীরাও দ্রুত হাজির হন সেখানে। সব মিলিয়ে ১ ঘণ্টা কাটে। বন কর্মীরা আসার পর হিসাব করে দেখা যায় ১ ঘণ্টায় ৫২টি বাদুড়ের দেহ গাছ থেকে ঝরে পড়েছে।
মাত্র ১ ঘণ্টায় ৫২টি বাদুড়ের এমন মৃত্যু স্বাভাবিকভাবেই আতঙ্কের সৃষ্টি করে। এমনিতেই করোনা ছড়ানোর পর থেকে বাদুড় নিয়ে একটা অজানা ভয় গ্রাস করেছে মানুষকে। তারমধ্যে এমন ঘটনায় আতঙ্ক আরও ছড়িয়ে পড়ে। বন দফতরের তরফে ৫২টি মৃত বাদুড়ের মধ্যে ৩টি বাদুড়ের দেহ পশু হাসপাতালে পাঠানো হয়েছে। বাদুড়ের এমন পরপর মৃত্যুর কারণ জানতেই তা পশু হাসপাতালে পাঠানো বলে বন দফতরের তরফে জানানো হয়।
ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বেলঘাট এলাকার একটি আমবাগানে। এখনও বাদুড়গুলির এভাবে ১ ঘণ্টার মধ্যে মৃত্যুর কারণ স্পষ্ট না হলেও বন দফতরের প্রাথমিক অনুমান প্রবল তাপপ্রবাহের কারণে মৃত্যু হয়ে থাকতে পারে বাদুড়গুলির। আর যদি তাপপ্রবাহের কারণে নাও হয়, তাহলে এমনও হতে পারে যে আমবাগানে দেওয়া কীটনাশক থেকে বাদুড়গুলির মৃত্যু হয়েছে। এদিকে এই ঘটনার খবর ছড়াতে গোটা গোরক্ষপুর জুড়ে মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা