দেশে করোনায় একদিনে দ্বিতীয় সর্বাধিক মৃত্যু
দেশে একদিনে করোনা কতজনের জীবন নিচ্ছে। সেই হিসাব প্রতিদিনই দিচ্ছে স্বাস্থ্যমন্ত্রক। সেই নিরিখে বৃহস্পতিবার দ্বিতীয় সর্বাধিক মানুষের মৃত্যু হল করোনায়।
নয়াদিল্লি : গত ৫ মে ভারতে করোনায় মৃত্যু হয়েছিল ১৯৫ জনের। সেটা ছিল একদিনে মৃত্যুর নিরিখে সর্বাধিক। তারপর বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানাল গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ১৯৪ জনের। যা ভারতে করোনায় একদিনে মৃত্যুর হিসাবে দ্বিতীয় সর্বাধিক। দেশ এখন লকডাউনের চতুর্থ পর্যায় শেষ করতে চলেছে। কিন্তু মৃত্যু থেকে সংক্রমণ, কোনও কিছুতেই লাগাম পরানো সম্ভব হচ্ছেনা।
স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত একদিনে ভারতে করোনা সংক্রমণের শিকার হয়েছেন ৬ হাজার ৫৬৬ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে ঠেকেছে ১ লক্ষ ৫৮ হাজারের ওপর। এখনও পর্যন্ত ৮৬ হাজারের ওপর মানুষ চিকিৎসাধীন। মৃত্যু হয়েছে ৪ হাজার ৫৩১ জনের। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৭ হাজারের ওপর মানুষ। এখনও দেশে সুস্থ হয়ে ওঠার হার ৪২.৭৫ শতাংশ।
সংক্রমণ ও মৃত্যুর নিরিখে দেশে এখনও সর্বোচ্চ অবস্থানে রয়েছে মহারাষ্ট্র। দেশের মোট আক্রান্তের প্রায় ৩৬ শতাংশ মহারাষ্ট্রেই রয়েছে। সেখানে মোট আক্রান্ত প্রায় ৫৭ হাজার মানুষ। রাজ্যের নিরিখে সংক্রমণে দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। তৃতীয় স্থানে রয়েছে রাজধানী দিল্লি। গুজরাটকে টপকে গেছে দিল্লি। দিল্লির থেকে সামান্য কম সংক্রমণ নিয়ে চতুর্থ স্থানে রয়েছে গুজরাট। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা