খোলার রাস্তা খুলে পঞ্চম দফার লকডাউন ঘোষণা করল সরকার
পঞ্চম দফার লকডাউন ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। লকডাউন থেকে বার হওয়ার রাস্তা খুলেই হবে এবারের লকডাউন।
নয়াদিল্লি : পঞ্চম দফার লকডাউন ঘোষণা করল কেন্দ্র। আগামী ৩০ জুন পর্যন্ত লকডাউন এই দফায় বলবত থাকছে। একটানা ১ মাসের লকডাউন এর আগে ঘোষণা করেনি কেন্দ্র। তবে এবার লকডাউন সাজানো হয়েছে লকডাউন থেকে বার হয়ে আসার পথনির্দেশের সঙ্গে। পঞ্চম দফায় মূলত লকডাউন থাকছে কন্টেনমেন্ট জোনে। সেখানে লকডাউন নিয়মবিধি কঠোরভাবে মেনে চলা হবে। বাকি অংশে ধাপে ধাপে লকডাউন থেকে বেরিয়ে এসে স্বাভাবিক জনজীবন চালু হবে। তবে তা হবে মুখে মাস্ক, সামাজিক দূরত্ববিধি পালনের মত নিয়ম মেনে।
চতুর্থ দফায় সন্ধে ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত বাড়ি থেকে বার হওয়ায় বিধিনিষেধ জারি রয়েছে। পঞ্চম দফায় ১ জুন থেকে তা কমে হচ্ছে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত। এছাড়া আগামী ৮ জুন থেকে খুলে যাচ্ছে ধর্মস্থান, মল, রেস্তোরাঁর মত সেইসব জায়গা যা লকডাউনে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। ফলে সরকার যে জুনে ভারতে স্বাভাবিক জনজীবন ফিরিয়ে আনা এবং করোনাকে কার্যত সঙ্গে করে চলার পথেই হাঁটছে এটা পরিস্কার।
চতুর্থ দফার লকডাউন শেষ হচ্ছে রবিবার। সোমবার থেকে কী তবে সব স্বাভাবিক হয়ে যাবে? আর লকডাউন থাকছে না? নাকি লকডাউন আরও বর্ধিত হবে? এমন নানা প্রশ্ন দেশবাসীর মনে জাগছিল। বিশেষত এই সময়ে যখন দেশজুড়ে করোনা সংক্রমণ বেড়ে চলেছে। বিষয়টি নিয়ে কেন্দ্রের তরফেও তোড়জোড় শুরু হয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লকডাউন নিয়ে কথা বলেন অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে। অবশেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে পঞ্চম দফার লকডাউন ঘোষণা করা হল। গত ২৫ মার্চ থেকে দেশ লকডাউনেই রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা