করোনার মধ্যেই ২০ জনের জীবন কাড়ল ধ্বস
ধ্বসে চাপা পড়ে মৃত্যু হল ২০ জনের। যারমধ্যে ৩টি শিশুও রয়েছে।
শিলচর : প্রবল বৃষ্টিতে মাটি আলগা হয়ে পাহাড়ি এলাকায় ধ্বস নামে। অসমে প্রবল বৃষ্টি ও বন্যার পর এবার বর্ষার আগেই একের পর এক ধ্বসের কবলে পড়ল জনবসতি। ৩টি আলাদা আলাদা ধ্বস নামে অসমে। কাছাড়, হাইলাকান্দি ও করিমগঞ্জ। এই ৩ জায়গায় পাহাড়ি এলাকায় ধ্বস নামে। ধ্বসের তলার চাপা পড়ে যান অনেকে। যার ফল হয় প্রাণঘাতী।
কাছাড় ও হাইলাকান্দিতে ৭ জন করে ধ্বসে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন। ৬ জনের প্রাণ গেছে করিমগঞ্জের ধ্বসে। এছাড়াও ৭ জনকে ধ্বসের তলা থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁদের চিকিৎসা চলছে। কাছাড়ের পাহাড়ের কোল ঘেঁষে থাকা একটি বাড়ির ওপর আছড়ে পড়ে মাটি ধ্বস। যার তলায় চাপা পড়ে যান বাড়ির সকলে।
৩টি জায়গাতেই ধ্বসের খবর পাওয়ার পর দ্রুত উদ্ধারকাজে নামে অসমের বিপর্যয় মোকাবিলা বাহিনী। হাত লাগান পুলিশকর্মীরা ও স্থানীয় মানুষজন। সকলের চেষ্টায় এক এক করে দেহ বার করে আনা হয় ধ্বসের তলা থেকে। উদ্ধার করা হয় জীবিতদেরও। ২০ জনের ধ্বসে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেন অসমের মুখ্যমন্ত্রী। জেলা প্রশাসনকে সবরকম ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা