হাসপাতালে উদ্ধার তরুণের ঝুলন্ত দেহ
হাসপাতালের মধ্যে থেকে এক ২২ বছরের তরুণের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় শুক্রবার সকালে।
নয়াদিল্লি : শুক্রবার সকাল তখন সওয়া ৬টা। পুলিশের কাছে একটি ফোন আসে। ফোনটি আসে দিল্লি এইমস থেকে। হাসপাতালের তরফে জানানো হয় একটি দেহ হাসপাতাল চত্বরে ঝুলছে। পুলিশ খবর পেয়েই দ্রুত হাজির হয় হাসপাতালে। সদাব্যস্ত দিল্লি এইমস-এর তিনতলার সিঁড়ির গ্রিল থেকে ঝুলছিল দেহটি। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
পুলিশ জানাচ্ছে ওই ২২ বছরের তরুণের নাম বিট্টু কুমার তিওয়ারি। তিনি বিহারের গোপালগঞ্জের বাসিন্দা। রক্ত জমাট বাঁধার সমস্যা নিয়ে এইমসে ভর্তি হয়েছিলেন তিনি। গত ৫ বছর ধরে এই রোগে আক্রান্ত বিট্টু। তাঁর চিকিৎসা চলছিল এইমস-এ। তারমধ্যেই এদিন আত্মহত্যার পথ বেছে নেন তিনি। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান এটা আত্মহত্যাই।
কেন বিট্টু আত্মহত্যা করলেন তা জানার চেষ্টা করছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে। বিট্টুর মা ও বোন খবর পেয়ে হাসপাতালে হাজির হন। ময়নাতদন্তের পর তাঁরা দেহ পাবেন বলে তাঁদের জানিয়ে দেয় পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে সকালেই চাঞ্চল্য ছড়ায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা