বঙ্গোপসাগরে ফের শক্তি বাড়াচ্ছে একটি নিম্নচাপ অক্ষরেখা
আম্ফানের পর ফের একটি নিম্নচাপ অক্ষরেখা শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরের বুকে। যা ১০ জুনের মধ্যে যথেষ্ট শক্তি সঞ্চয় করবে।
নয়াদিল্লি : বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় আম্ফানের স্মৃতি এখনও তাজা সকলের মনে। তারপর আবার আরব সাগরে তৈরি হওয়া নিসর্গ তার দাপট দেখিয়েছে মহারাষ্ট্রে। এবার ফের বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে একটি নিম্নচাপ। যা ১০ জুনের মধ্যে তার শক্তি যথেষ্ট বাড়িয়ে নেবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। তারপর তা ক্রমশ স্থলভাগের দিকে এগোতে থাকবে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস এই নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে ক্রমশ এগিয়েও যাবে মধ্যপ্রদেশের দিকে। ফলে উপকূলীয় এলাকা ছাড়াও মধ্যপ্রদেশ, দিল্লিতেও প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কারণ হবে এই নিম্নচাপ। ঝোড়ো হাওয়ার দাপটও থাকবে। ঝড়ের গতি থাকবে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা। জুন ১১ থেকে ১৩ তারিখ পর্যন্ত এই ঝড়বৃষ্টির দাপট থাকবে। তবে সবচেয়ে বেশি ঝড়বৃষ্টি হবে ১২ জুন।
এই নিম্নচাপের জেরে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডেও ঝড়বৃষ্টি হবে। এর জেরে উত্তরাংশে তাপপ্রবাহ হবেনা। ১৫ জুন পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনা তেমন নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। ফলে এই নিম্নচাপ আদপে উত্তর ও মধ্য ভারতের জন্য আশির্বাদ হয়েই ধেয়ে আসবে। দিল্লিতেই গত বছর সবচেয়ে বেশি গরম রেকর্ড হয়েছিল ১০ জুন। ওইদিন দিল্লিতে ছিল ৪৮ ডিগ্রি তাপমাত্রা। যা এবার এই নিম্নচাপের কারণে ১৫ জুন পর্যন্ত ওঠার সম্ভাবনা নেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা