National

বিশ্ব ক্রমতালিকায় ইতালিকেও টপকে গেল ভারত

দেশে প্রতিদিনই করোনা সংক্রমণের সংখ্যা বাড়ছে। যার হাত ধরে এবার ইতালিকেও টপকে গেল ভারত।

নয়াদিল্লি : ১ জুন থেকে শুরু হওয়া দেশজুড়ে আনলক ১-এ যেমন ক্রমশ সবকিছু খুলে যাচ্ছে। মানুষ স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন। তেমনই অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, করোনায় মৃত্যু। করোনা সংক্রমণ এতটাই হুহু করে বাড়ছে যে এবার আক্রান্তের নিরিখে বিশ্ব ক্রমতালিকায় ৬ নম্বরে উঠে এল ভারত।

ইউরোপে করোনায় সবচেয়ে খারাপ অবস্থায় যে দেশগুলি পৌঁছেছে তার মধ্যে একটি অবশ্যই ইতালি। এবার সেই ইতালির সংক্রমণের সংখ্যাকেও ছাপিয়ে গেল ভারত। আপাতত করোনা সংক্রমণে ভারতের আগে রয়েছে আমেরিকা, ব্রাজিল, রাশিয়া, ব্রিটেন এবং স্পেন।


ভারতে গত একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৮৮৭ জন। ফলে দিনে প্রায় ১০ হাজার ছুঁই ছুঁই করছে দেশে করোনা সংক্রমণের বৃদ্ধি। যা অবশ্যই চিন্তার কারণ। দেশে এখন মোট করোনা সংক্রমণের শিকারের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৩৬ হাজার ৬৫৭ জনে। অন্যদিকে করোনায় মৃত্যুও প্রতিদিনই লাফ দিয়ে বাড়ছে। গত একদিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৯৪ জনের। ফলে এই সংখ্যাও ৩০০ ছুঁই ছুঁই করছে। দেশে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ৬ হাজার ৬৪২ জনে।

দেশে করোনা সংক্রমণ বাড়ার পাশাপাশি সুস্থ হয়েও উঠছেন আক্রান্তরা। গত একদিনে ৪ হাজার ৬১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মোট সুস্থের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ১৪ হাজার ৭৩ জনে। দেশের মধ্যে করোনা সংক্রমিত এবং করোনায় মৃত্যু, ২ ক্ষেত্রই মহারাষ্ট্র শীর্ষে রয়েছে। মহারাষ্ট্রের পিছনে রয়েছে তামিলনাড়ু। ৩ নম্বরে দিল্লি। ৮ নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button