National

পরীক্ষায় পাশ করতে গেলে টুকলি করতে হয়, টোকার পক্ষে সওয়াল অখিলেশের

পরীক্ষায় টুকলির সপক্ষে সুর চড়ালেন সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব। হ্যাঁ, ঠিকই পড়ছেন! কোনও ব্যক্তিগত বৈঠক বা আলাপচারিতায় নয়, প্রকাশ্য জনসভায় গলা চড়িয়ে টুকলির সপক্ষে সুর চড়িয়েছেন তিনি। পরীক্ষায় পাশ করতে গেলে টুকলির প্রয়োজনীয়তা সম্বন্ধে সকলকে অবহিতও করেছেন। অখিলেশের বাবা মুলায়ম সিং যাদব উত্তরপ্রদেশে ক্ষমতায় এসে অ্যান্টি কপিং ল তুলে দিয়েছিলেন! তাঁর ছেলে প্রকাশ্যে টুকলিকে সমর্থন করে সেই পদক্ষেপকে তাঁদের মতাদর্শে পরিণত করে ছাড়লেন! জনসভায় দাঁড়িয়ে জনতার উদ্দেশ্যে তাঁর প্রশ্ন ছিল, এখানে কেউ আছেন কী যিনি জীবনে কখনও কোনও পরীক্ষায় টুকলি করেননি। টুকলি প্রসঙ্গটা যদিও উস্কে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি ছিল, উত্তরপ্রদেশে সপার জামানায় টুকলির রমরমা সবচেয়ে বেড়েছে। কথাটা যে খুব মিথ্যে নয় তা মেনে নিচ্ছেন অনেক বিশেষজ্ঞও। কিন্তু তাবলে টুকলির পক্ষে এভাবে একজন ‌যুবনেতার সওয়াল রীতিমত অবাক করেছে সকলকে।

 



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button