আটার লেচির মধ্যে বোমা, ক্ষতবিক্ষত গরু
আটার লেচিতে বোমা লুকিয়ে তা খাইয়ে দেওয়া হয়েছিল গরুকে। চিবোতে মুখেই ফাটে বোমা।
সিমলা : কদিন আগেই আনারসের মধ্যে বোমা লুকিয়ে এক গর্ভবতী হাতিকে খাইয়ে হত্যাকে কেন্দ্র করে দেশজুড়ে ধিক্কারের ঝড় উঠেছে। এমন নৃশংস হত্যার ঘটনায় দোষীদের অবিলম্বে শাস্তি চাইছে গোটা দেশ। এবার তেমনই একটি ঘটনা সামনে এল। এক্ষেত্রে আটা মেখে রুটি বানানোর যে লেচি হয় তার ভিতর এক ব্যক্তি লুকিয়ে রেখেছিল একটি বোমা।
গরুটি ওই আটার গোলার মত খাদ্য পেয়ে নিশ্চিন্তে তা মুখে পুরে দেয়। তারপর পরমানন্দে চিবোতে থাকে। সেই সময় তার মুখেই ফেটে যায় বোমাটি। গরুটির মুখের মধ্যে গভীর ক্ষতের সৃষ্টি হয়। সেই ছবি ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। নিন্দার ঝড় ওঠে। পুলিশ ঘটনার তদন্তে নামে। পরে হিমাচল প্রদেশ পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করে।
বিলাসপুর শহরে গরুকে আটার বল খাওয়ানোর ঘটনাটি ঘটে গত ২৬ মে। কেরালায় গর্ভবতী হাতিটিকে আনারসে বোমা লুকিয়ে খাওয়ানোর ঘটনা সামনে আসার পরই এই প্রেক্ষিতে এই ঘটনাও সামনে এসে পড়েছে। বন দফতর অবশ্য জানাচ্ছে, এটা কৃষকদের একটি পুরনো পদ্ধতি। বন্য জন্তু থেকে ফসল রক্ষা করতে তাদের খাবারের মধ্যে বোমা লুকিয়ে খাইয়ে দেওয়া কৃষকরা আগে থেকেই করে আসছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা