স্পেনকেও টপকে গেল ভারত, দিনে প্রায় ১০ হাজার ছুঁল আক্রান্তের সংখ্যা
ইতালিকে টপকে গিয়েছিল কদিন আগেই। এবার আক্রান্তের নিরিখে স্পেনকেও টপকে গেল ভারত।
নয়াদিল্লি : গত সপ্তাহেই ইতালিকে টপকে বিশ্বের করোনা সংক্রমিতের সংখ্যার নিরিখে ৬ নম্বরে উঠে এসেছিল ভারত। সপ্তাহের শেষ দিনে স্পেনকেও টপকে এবার ভারত পৌঁছে গেল ৫ নম্বরে। বিশ্বে করোনা সংক্রমণে ভারতের আগে রয়েছে আমেরিকা, ব্রাজিল, রাশিয়া ও ব্রিটেন। স্পেন, ইতালি, ফ্রান্সের মত করোনা সংক্রমণে জেরবার দেশগুলিকেও পিছনে ফেলে দিল ভারতের সংক্রমণ। সোমবারের রিপোর্ট অনুযায়ী দেশে গত একদিনে করোনা সংক্রমণের শিকার হয়েছেন ৯ হাজার ৯৮৩ জন। অর্থাৎ ১০ হাজার থেকে ১৭ জন কম। যা ১০ হাজারেরই শামিল।
আক্রান্তের নিরিখে দিনে ১০ হাজার ছুঁয়ে ফেলার পাশাপাশি মৃতের সংখ্যাও দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত একদিনে মৃত্যু হয়েছে কমপক্ষে ২০৬ জনের। ফলে সবমিলিয়ে করোনায় মৃতের সংখ্যা গিয়ে ঠেকল ৭ হাজার ১৩৫ জনে। সোমবার ৭ হাজারের গণ্ডিতে ঢুকে পড়ল ভারত। এদিকে ভারত স্পেনকে রবিবার টপকে গিয়েছে। ভারতের মোট করোনা সংক্রমিতের সংখ্যা আড়াই লক্ষ পার করেছে সোমবার। দেশে এখন আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৫৬ হাজারের ওপর।
দেশে করোনা থেকে সেরেও উঠছেন অনেকে। ভারতে এখনও পর্যন্ত ১ লক্ষ ২৪ হাজার ৯৪ জন সুস্থ হয়ে উঠেছেন। শতাংশের হিসাবে ভারতে সুস্থ হয়ে ওঠার হার ৪৮.৩৫ শতাংশ। যদিও এই ৪৮ শতাংশের মধ্যে বেশ কয়েকদিন ধরেই দেশের সুস্থতার হার ঘোরাফেরা করছে। দেশে করোনা সংক্রমণের নিরিখে এখনও সবচেয়ে সামনে রয়েছে মহারাষ্ট্র। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা