লেপার্ড মেরে দেহ নিয়ে পরিক্রমা, বীরের মর্যাদা পেলেন সকলে
লেপার্ড মেরে তার দেহ নিয়ে গ্রামে ঘুরলেন কয়েকজন যুবক। তাঁদের বীরের মর্যাদা দিলেন সকলে।
গুয়াহাটি : চারটে পা চারদিক থেকে ধরে ঝোলানো। দেহটা ঝুলছে। নিথর দেহ। একটি পূর্ণবয়স্ক লেপার্ডের দেহ। ভারী এতটাই যে তাকে ৪ যুবক বইতে হিমসিম খাচ্ছেন। তবু একসময় সেই লেপার্ডের দেহ তুলে ধরেন তাঁরা। আর তা দেখে চারধারে দাঁড়ানো গ্রামবাসীরা হাততালি দিয়ে ওঠেন। চিৎকার করে যুবকদের অভিনন্দন জানানো হতে থাকে। এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরতে শুরু করলে প্রশাসনের টনক নড়ে।
জানা যাচ্ছে, ওই লেপার্ডটি লোকালয়ে হানা দেওয়ার পর তাকে তাড়া করে ফের জঙ্গলের দিকে নিয়ে যান কয়েকজন স্থানীয় যুবক। তারপর লেপার্ডটিকে কোণঠাসা করে তাকে পিটিয়ে মেরে ফেলেন তাঁরা। পরে তার দেহ নিয়ে চলে গ্রাম পরিক্রমা। এই ঘটনার পর ভিডিওতে দেখা যাওয়া ৬ জন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আর কারা লেপার্ড হত্যায় জড়িত তার খোঁজ নিয়ে তাঁদের পাকড়াও করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
স্থানীয়রা অবশ্য এই ঘটনার জন্য বন দফতরকেই দায়ী করছেন। বন দফতর সময়মত ব্যবস্থা গ্রহণ করে না বলে দাবি করেছেন তাঁরা। ঘটনাটি ঘটেছে অসমের গুয়াহাটির কাছে। লেপার্ড ঢোকার সমস্যা অবশ্য উত্তরবঙ্গেও রয়েছে। চা বাগানে মাঝে মাঝেই হানা দেয় লেপার্ড। বন দফতর জানাচ্ছে খাবারের অভাবেই জঙ্গল ছেড়ে লোকালয়ে খাবার খুঁজতে চলে আসছে লেপার্ডগুলি।