তেলের কুয়োয় আগুন, নেভাতে ডাক পড়ল বায়ুসেনার
একটি তেলের কুয়োয় আগুন লেগে তা বিধ্বংসী চেহারা নিল। দ্রুত ডাকা হল ভারতীয় বায়ুসেনাকে।
গুয়াহাটি : তেলের কুয়োয় একটা লিকেজ আগেই ধরা পড়েছিল। সেই লিকেজ থেকে মঙ্গলবার বিকেলে বিধ্বংসী আগুন ছড়িয়ে পড়ে। অসমের তিনসুকিয়ার বাগজান এলাকায় অয়েল ইন্ডিয়া লিমিটেড-এর এই তেলের কুয়োয় যে আগুন ছড়ায় তার রূপ দেখে গোটা এলাকা জুড়ে আতঙ্ক ছড়ায়। চিন্তায় পড়ে যায় অসম সরকারও। সিঙ্গাপুরের একটি সংস্থা তেলের কুয়োর ওই লিকেজ সারানোর চেষ্টা করলেও এই আগুন নেভানো সম্ভব নয়। ফলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।
অসমের মুখ্যমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রীর কাছে ভারতীয় বায়ুসেনার সাহায্য চান এই আগুন নেভাতে। এদিকে আগুন যেভাবে ছড়াতে শুরু করে তাতে আশপাশে রীতিমত আতঙ্কের সৃষ্টি হয়। আগুন ছড়াতে থাকলে আশপাশের বহু জনবসতি আগুনের গ্রাসে চলে আসতে পারে। আগুনের লেলিহান শিখা গ্রাস করতে পারে চাষজমি থেকে জঙ্গল সবই। তাই আগুন নিয়ন্ত্রণে আনা জরুরি। অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন আশপাশের জনবসতি রক্ষা করতে দ্রুত আগুন নেভানোর চেষ্টা চলছে।
এনডিআরএফ-এর টিম আপ্রাণ চেষ্টা করছে আগুন নেভানোর। আগুন নেভানোর কাজে লড়াই চালাচ্ছে দমকল ও আধাসামরিক বাহিনী। আগুন যদি দ্রুত নিয়ন্ত্রণ না করা যায় তাহলে আশপাশের অনেক গ্রাম, ক্ষেত জমি, চা বাগান, জলাজমি ও জঙ্গল ক্ষতিগ্রস্ত হতে পারে। ওই তেলের কুয়োয় লিকেজ শুরুর পরেই ৭০০ পরিবারকে ৩টি অস্থায়ী আশ্রয় শিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আরও মানুষকে সরানোর উদ্যোগ শুরু করেছে প্রশাসন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা