National

জন্মদিনেই বিধায়কের প্রাণ কাড়ল করোনা

এবার জনপ্রতিনিধির মৃত্যু হল করোনায়। এদিন চেন্নাইতে এক ডিএমকে বিধায়ক করোনার শিকার হয়েছেন।

চেন্নাই : করোনায় এবার এক জনপ্রতিনিধিরও মৃত্যু হল। তামিলনাড়ুর ডিএমকে বিধায়ক জে আনবাঝাগন-এর বুধবার মৃত্যু হল করোনায়। প্রবল শ্বাসকষ্ট নিয়ে তাঁকে গত ২ জুন চেন্নাইয়ের ডক্টর রেলা ইন্সটিটিউট অ্যান্ড মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়। তাঁর শ্বাসকষ্ট আরও বাড়ায় পরদিন তাঁকে ভেন্টিলেটরে দেওয়া হয়। গত মঙ্গলবার থেকে তাঁর অবস্থার আরও অবনতি হতে থাকে। পরে বুধবার সকালে তাঁর মৃত্যু হয়। বুধবার ছিল তাঁর জন্মদিন। তিনি বুধবারই ৬২ বছরে পা দিলেন। আর সেদিনই তাঁর মৃত্যু হল।

ডিএমকে বিধায়ক জে আনবাঝাগন তামিলনাড়ু রাজনীতিতে যথেষ্ট পরিচিত মুখ। শাসক এডিএমকে-র বিরুদ্ধে সর্বদাই তিনি সোচ্চার ছিলেন। ৩ বারের বিধায়ক আনবাঝাগন বেশ কিছু শারীরিক সমস্যায় আক্রান্ত ছিলেন। তাঁর লিভার প্রতিস্থাপন করা হয়েছিল। কিডনির সমস্যায় জর্জরিত ছিলেন। হৃদরোগও ছিল। এরপর করোনা ছড়িয়ে পড়ার ধাক্কা হয়তো তাঁর শরীর সামলে উঠতে পারেনি।


আনবাঝাগন-এর মৃত্যুতে ডিএমকে-তে শোকের ছায়া নামে আসে। ডিএমকে প্রধান স্ট্যালিন শোক প্রকাশ করে জানান, ৩ দিন ডিএমকে-র তরফে শোক পালন করা হবে। দলের সব কর্মসূচি এই ৩ দিনের জন্য বাতিল করা হয়েছে। ডিএমকে-র সব দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত থাকবে ৩ দিন। আনবাঝাগন-এর মৃত্যুতে শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী পালানিস্বামীও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button